IND vs SA: মঙ্গলবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্দোরে। সিরিজের প্রথম দুটি ম্যাচে হারার পর এ দিন টসে হেরে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২২৭ রানের বড় স্কোর গড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে এই লড়াইয়ে জ্বলে ওঠেন রিলে রুসো ও কুইন্টন ডি কক। এই ম্যাচে নিজের কেরিয়ারের প্রথম শতরানটি সেরে ফেলেন রুসো। তাকে যোগ্য সঙ্গত দেওয়া ডি ককের ব্যাট থেকে আসে মারকুটে অর্ধশতরান। একটা সময় এই দুই প্রোটিয়া ব্যাটসম্যানদের সামনে দিশেহারা লাগে ভারতীয় বোলারদের। আর সেটা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন তারা। সেই ইঙ্গিতই পাওয়া যায় যখন ফাস্ট বোলার দীপক চাহারকে মোহাম্মদ সিরাজকে গালি দেন।
সিরাজকে গালি দেন দীপক চাহার
ঘটনাটি ঘটে দক্ষিণ আফ্রিকা ব্যাট করার সময় ২০তম ওভারে। ইনিংসের শেষ ওভারটি করতে যান দীপক চাহার। তবে এই ওভারে বেশ মার খান তিনি। দীপকের শেষ ওভারে প্রোটিয়া ব্যাটসম্যানরা ২৪ রান তুলে নেন। এই ওভারেই খুনে মেজাজে দেখা যায় ডেভিড মিলারকে। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মারকুটে ভঙ্গিতে ব্যাট করার পাশাপাশি সেই ওভারেই এমন একটি ঘটনা ঘটে যার কারণে দীপকের মুখ থেকে ভারতীয় দলের ফাস্ট বোলার মহম্মদ সিরাজের উদ্দেশ্যে বিস্তর গালিগালাজও বেরিয়ে আসে। ম্যাচ চলাকালীন এই বিষয়টা ক্যামেরাম্যান তার ক্যামেরায় বন্দি করেন।
মিলারের ক্যাচ নিতে ব্যর্থ হন সিরাজ
— Guess Karo (@KuchNahiUkhada) October 4, 2022
ঘটনা হল, মোহাম্মদ সিরাজ ডেভিড মিলারের ক্যাচটি নিতে ব্যর্থ হন। তবে তিনি যদি ক্যাচটা নিতেন, তাহলে এই ম্যাচে দ্বিতীয় উইকেট পেতেন দীপক চাহার। কিন্তু তিনি তা করতে পারেননি। সিরাজ সেই সময় মিলারের শট তালুবন্দী করলেও বাউন্ডারি লাইনটা ঠিক কোথায় সেটা বুঝতে পারেননি। ক্যাচটি নিয়ে তার পা ঠেকে যায় বাউন্ডারি লাইনে। ফলে আউট হওয়ার বলটিতে ছয় রান পেয়ে যান মিলার। এই ঘটনা দেখে রেগে আগুন হয়ে যান দীপক চাহার। আর তার জেরেই মোহাম্মদ সিরাজকে খারাপভাবে গালিগালাজ করতে থাকেন। এই ঘটনায় অধিনায়ক রোহিত শর্মাও সিরাজকে নিয়ে রেগে যান। তার মুখ দেখে সেটা ভালোই বোঝা যায়। তবে এখন এই গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে হচ্ছে। দেখে নিন সেই ভিডিও।
Read More: IND vs SA: হারের পরই ‘ভিলেন’ খুঁজে নিলেন রোহিত শর্মা, ম্যাচ হারার জন্য সব দায় চাপালেন তারই কাঁধে !!