ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচটি আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে আবার একবার টস হারালেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। টস হেরে প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে টিম ইন্ডিয়াকে। ভাইস ক্যাপ্টেন শুভমান গিল (Shubman Gill) চোটের কারণে পঞ্চম টি-টোয়েন্টি থেকে ছিটকে গিয়েছেন। তাঁর বদলে আজকের ম্যাচে এন্ট্রি নেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের পুরানো জুটি আজকের ম্যাচে ভক্তদের বেশ খুশি করেছেন।
ওপেনিং জুটিতে ভারতীয় দলের দুই আগ্রাসী ব্যাটসম্যান ৬৩ রানের জুটি গড়েছিলেন। ২১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। পাওয়ার প্লেতে ৬৭ রান বানিয়ে ফেলে ভারতীয় দল। সঞ্জু স্যামসন কামব্যাক ম্যাচে ২২ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন। তিন নম্বরে ব্যাটিং করতে এসে তিলক ভার্মা (Tilak Varma) আবার একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন।
দুরন্ত ব্যাটিংয়ের নমুনা দেখালো টিম ইন্ডিয়া

পঞ্চম ম্যাচে আবার একবার ব্যাট হাতে ব্যার্থ ক্যাপ্টেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৭ বলে ৫ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন ভারত অধিনায়ক। ব্যাট হাতে ধ্বংসাত্মক ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। শুরু থেকেই বাউন্ডারির উপর ভরসা দেখাচ্ছিলেন হার্দিক। ১৬ বলেই হাফ সেঞ্চুরি সম্পন্ন করেন হার্দিক। শেষ পর্যন্ত ২৫ বলে ৫টি চার ও ৫টি ছক্কায় ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। ভারতীয় দলের হয়ে সর্বাধিক ৪২ বলে ১০টি চার ও ১টি ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন তিলক ভার্মা। শেষের দিকে ৩ বলে ১০ রানের ইনিংসে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রান বানিয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৪ রানে ২ উইকেট নেন করবিন বোশ, ১টি করে উইকেট নেন জর্জ লিন্ডে ও অটনীল বার্টম্যান।