Abhishek Sharma and Tilak Varma
Abhishek Sharma and Tilak Varma | Image: Getty Images

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs SA) আবার একবার রুদ্ধশ্বাস পারফরমেন্স করলো টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে সঞ্জু স্যামসনের (Sanju Samson) শতরানের পর ভারতীয় দল ৬১ রানের একটি বড় জয় ছিনিয়ে নিয়েছিল। তবে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণ ভারতীয় দলের ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেয়। ভারতীয় দলের বিচ্ছিন্ন পারফরমেন্সের পর সিরিজে সমতা ফিরিয়ে আনে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে দুই দল বিখ্যাত সেঞ্চুরিয়ানে মুখোমুখি হয়েছে।

সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আবার একবার টস জেতেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। সিরিজে তৃতীয় বারের জন্য টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন তিনি। আজকে আবার সঞ্জু-অভিষেকের জুটির উপর ভরসা রেখেই তৃতীয় ম্যাচে ওপেনিং করতে দেখা গিয়েছে। আজ আবার দ্বিতীয় বলে খ্যাত না খুলেই নিজের উইকেট হারিয়েছেন সঞ্জু স্যামসন। গত ম্যাচেও তিনি খাতা না খুলেই হারান নিজের উইকেট।

Read More: IND vs SA 3rd T20i: “সূর্য অস্ত যাওয়ার পথে…” ফের ব্যর্থ ভারত অধিনায়ক, মন খারাপ সোশ্যাল মিডিয়ার !!

অভিষেক-তিলক ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা

Ind vs sa
Tilak Varma | Image: Getty Images

সঞ্জু দ্বিতীয় বলে আউট হলেও আজকের ম্যাচে ফর্মে ফিরেছেন অভিষেক শর্মা। গত দুই ম্যাচে ব্যার্থ হলেও তিনি প্রথম বল থেকে আক্রমণাত্মক হতে পিছুপা হননি। কেবলমাত্র ২৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৫০ রান বানান অভিষেক। অন্যদিকে আজকের ম্যাচে সঞ্জু আউট হলে সূর্যকুমার নয় বরং ব্যাটিং করতে এসেছিলেন তিলক ভার্মা (Tilak Varma)। হায়দ্রাবাদের তারকা ব্যাটসম্যান আজকের ম্যাচে অসাধারণ শতরান হাঁকিয়েছেন। প্রথমে অভিষেকের সঙ্গে ১০৭ রানের পার্টনারশিপ গড়েন তিনি।

অভিষেক আউট হওয়ার পরেই মাত্র ১ রানে উইকেট হারান ক্যাপ্টেন সূর্যকুমার। আজকের ম্যাচে পাঁচে ব্যাটিং করতে আসেন প্রাক্তন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। যদিও তিনি ব্যাট হাতে খুব বেশি সফল হতে পারেননি। ১৬ বলে কেবলমাত্র ১৮ রান বানান তিনি এবং ফিনিশার রিঙ্কু সিং ১৩ বলে ৮ রান বানিয়ে হারিয়ে ফেলেন নিজের উইকেট। শেষের দিকে রমন্দ্বীপের ১৫ রানের বিনিময়ে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ২১৯ রান বানাতে সক্ষম হয় টিম ইন্ডিয়া। তিলক ভার্মা ৫৫ বলে ৮টি চার ও ৭টি ছক্কায় ১০৭ রান বানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুই উইকেট নিয়েছেন কেশব মহারাজ ও অ্যান্ডিল সিমেলেন এবং এক উইকেট নিয়েছেন মার্কো জেনিসেন।

Read Also: নিলামের আগেই ঝড় তুললেন অর্জুন তেন্ডুলকর, রঞ্জি ট্রফিতে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম ফাইফার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *