ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরে আবার একবার প্রথমে ব্যাটিং করতে আসতে হয়েছে ভারতীয় দলকে। ভারতীয় দলের হয়ে ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিলক ভার্মা এবং ৫০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলেন অভিষেক শর্মা। জবাবে ব্যাটিং করতে এসে দক্ষিণ আফ্রিকা দল দুর্দান্ত প্রচেষ্টা চালায়, শেষ বল পর্যন্ত খেলা গড়ায় এবং ভারতীয় দল ১১ রানে জয়লাভ করে তৃতীয় ম্যাচের আগে ২-১ ব্যাবধানে এগিয়ে গেল।
খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরলেন সঞ্জু
দ্বিতীয় ম্যাচে তৃতীয় বলে ডাক আউট হয়েছিলেন সঞ্জু স্যামসন, এবার তৃতীয় ম্যাচে দ্বিতীয় বলে খাতা না খুলে প্যাভিলিয়নে ফেরেন সঞ্জু স্যামসন। মার্কো জেনিসেনের বলে প্রথম ওভারে নিজের উইকেট হারিয়ে ফেলেন তিনি। সঞ্জু আউট হতে আজ ক্যাপ্টেন স্কাই নয় বরং ব্যাটিং করতে আসেন তরুণ তারকা তিলক ভার্মা। সঞ্জু আউট হলেও প্রথম বল থেকে আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে।
Read More: IND vs SA: পতঙ্গের অত্যাচারে নাজেহাল টিম ইন্ডিয়া, বন্ধ হলো ভারত-দক্ষিণ আফ্রিকার তৃতীয় ম্যাচ !!
পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন অভিষেক-তিলক
আজকের ম্যাচে অবশেষে ফর্মে ফিরলেন অভিষেক শর্মা। পরস্পর কয়েকটি ম্যাচে ছন্দ হারিয়েছিলেন অভিষেক। অভিষেক ও তিলক পাওয়ার প্লের ভিতরেই ৭০ রান বানিয়ে ফেলে। পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন তিলক ও অভিষেক দুজনেই।
শতরানের পার্টনারশিপ গড়ে ওঠে তিলক-অভিষেকে
তিলক ভার্মার সঙ্গে আজ জুটি বেঁধে শতরানের বেশি পার্টনারশিপ গড়েন অভিষেক শর্মা। ব্যাট হাতে পেস থেকে স্পিন কাউকে ছাড়তে রাজি ছিলেন না তিলক ও অভিষেক দুজনেই। মাত্র ২৫ বলে ৩টি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৫০ রান বানিয়ে ফেলেন অভিষেক শর্মা। অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে কেশব মহারাজের বলে হারিয়ে ফেলেন নিজের উইকেট। যদিও তিনি আউট হওয়ার আগে তিলকের সঙ্গে ৫২ বলে ১০৭ রানের পার্টনারশিপ বানিয়ে ফেলে।
আজকেও ব্যার্থ হলেন সূর্য
দ্বিতীয় উইকেটের পতনের পর ব্যাটিং করতে আসেন সূর্যকুমার যাদব। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তিনি ১ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন। দ্বিতীয় ম্যাচে কেবলমাত্র ৪ এবং আজকের ম্যাচে ১ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরনে তিনি। সূর্য আউট হতে কিছুটা পিছুপা হতে দেখা যাক টিম ইন্ডিয়াকে।
হার্দিক-রিঙ্কুকে ছন্দ হীন মনে হয়েছে
ব্যাটিং করতে এসে হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং প্রচুর বল নষ্ট করেছেন। হার্দিক পান্ডিয়া আক্রমণাত্মক ব্যাটিং করার মনোভাব নিয়ে ব্যাটিং করতে এসে ১৬ বল খেলে ১৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তো আজকের ম্যাচে রিঙ্কু ১৩ বলে ৮ রান বানাতেই সক্ষম হয়েছেন।
সেঞ্চুরিয়নে দেখা গেল তিলক ঝড়
একদিকে বাঁকি ব্যাটসম্যানরা রান বানাতে ব্যার্থ হচ্ছিলেন তো অন্যদিকে তিলক নিজের খেলা জারি রেখেছিলেন। রিঙ্কুর সাথে জুটি বেঁধে ৫৮ রানের পার্টনারশিপ গড়েন তিলক। তবে তার মধ্যে ৪৫ রান বানিয়েছিলেন তিলক নিজে। ৫৫ বলে ৮টি চার ও ৭টি ছক্কার বিনিময়ে ১০৭ রানের ইনিংস খেলেন তিলক। তার এই দুর্দান্ত ইনিংসে ভারতীয় দল নির্ধিরত ২০ ওভারে ২১৯ রান বানাতে সক্ষম হয়।
পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা
ভারতীয় দলের বানানো পাহাড় সমান রান তাড়া করতে এসে ওপেনার রিকেলটন নিজের উইকেট হারিয়ে ফেলেন। ১৫ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২০ রানে হারান নিজের উইকেট। এরপর ক্যাপ্টেন মার্করাম ও ব্যাটসম্যান রেজা হেন্ড্রিক্স দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফিরিয়ে আনেন তবে পাওয়ার প্লের শেষ ওভারে উইকের হারিয়ে ফেলেন হেন্ড্রিক্স।
স্টাবস-মার্করাম আউট হতে খেলা ঘুরে যায়
১৮ বলে ২৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন ক্যাপ্টেন মার্করাম তো গত ম্যাচের হিরো ট্রিস্টান স্টাবস ১২ রান বানিয়েই ধরেন প্যাভিলিয়নের পথ। দশ ওভারের মধ্যে ৮৪ রানে চার উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। তবে হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার ব্যাটিং করতে আসলে আবার খেলা দক্ষিণ আফ্রিকার দিকে ঝুকে পরে। ব্যাট হাতে ক্লাসেন ও মিলারের মধ্যে ৩৫ বলে ৫৮ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল।
জেনিসনের চেষ্টা ব্যর্থ হলো
দক্ষিণ আফ্রিকার জয়ের আসার আলো দেখিয়েছিলেন অলরাউন্ডার মার্কো জেনিসন। ডেভিড মিলার আউট হওয়ার পরেই তিনি ব্যাটিং করতে আসেন, তবে তাকে সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন উইকেট রক্ষক ক্লাসেন। মিলার আউট হওয়ার পরেই উইকেট হারিয়ে ফেলেন ক্লাসেন। তবে অন্যদিকে ১৭ বলে চারটি চার ও ৫টি ছক্কার বিনিময়ে ৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরেন জেনিসেন। তার প্রচেষ্টা ব্যার্থ হয়, তৃতীয় ম্যাচে ১১ রানে জয়লাভ করলো টিম ইন্ডিয়া।