IND vs SA 3RD ODI WEATHER REPORT: রোদেলা আবহাওয়া, ব্যাটসম্যানদের জন্য আদর্শ পিচ- কে জিতবে সিরিজ ? 1

IND vs SA: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তৃতীয় ওডিআই ম্যাচটি আগামী শনিবার রায়পুরে অনুষ্ঠিত হতে চলেছে। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে টিম ইন্ডিয়ার লক্ষ থাকবে সিরিজ জয়ের। আপাতত উভয় দল একটি করে ম্যাচে জয় পেয়েছে। প্রথম ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করার পর দ্বিতীয় ম্যাচে বাউন্স ব্যাক করে দক্ষিণ আফ্রিকা। আপাতত সিরিজে ১-১ ব্যবধানে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম দুই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি এসেছে ঋতুরাজ গাইকোয়ার্ড’এর ব্যাট থেকেও। তাছাড়া, দুই ম্যাচে হাফ সেঞ্চুরি এসেছে ক্যাপ্টেন কেএল রাহুলের (KL Rahul) ব্যাট থেকে। পাশাপাশি, প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মাও প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দলের ভাইস ক্যাপ্টেন এইডেন মার্কারাম (Aiden Markram)। ভারতীয় দল চাইবে ওডিআই সিরিজ জয় করতে। টেস্ট সিরিজে ভারতকে ২-০ ব্যবধানে আগে পরাস্ত করেছে দক্ষিণ আফ্রিকা, এবার পালা ভারতের জয়ের মুখ দেখার।

IND vs SA 3rd ODI Weather Report & Pitch Report

Ind vs sa
ACA-VDCA Cricket Stadium | Image: Twitter

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে বিশাখাপত্তনমের ডঃ ওয়াই.এস. রাজশেখর রেড্ডি ACA-VDCA ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচটি সিরিজ ডিসাইডার হতে চলেছে। ACA-VDCA স্টেডিয়ামের পিচ বরাবরই ব্যাটিং-বান্ধব হিসেবে পরিচিত। শুরুতে পিচে সামান্য সুবিধা পাবে পেসাররা। সঠিক লাইন লেন্থ ধরে বোলিং করলে চাপে পড়বে ব্যাটসম্যানরা। প্রথম দশ ওভারে বোলাররা ব্যাটসম্যানদের ভুল করাতে সক্ষম হবেন। তবে বল কিছুটা পুরোনো হলে পরিস্থিতি পাল্টে যাবে। অন্যদিকে, স্পিনারদের জন্য এই উইকেটে তেমন বিশেষ সহায়তা নেই। এখন শীতকাল তাই শিশির পড়াটা আবশ্যক। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে স্পিনারদের জন্য বল গ্রিপ করা কঠিন হয়ে দাঁড়াবে। ফলে রান তাড়া করা দল তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে থাকবে। এই কারণেই টস জিতলে দলগুলো সম্ভবত প্রথমে ফিল্ডিং করাকেই অগ্রাধিকার দেবে। এখানে প্রথম ইনিংসে গড় স্কোর ২৮০। ম্যাচটি সিরিজের ভাগ্য নির্ধারণ করবে, তাই দুই দলের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।

Read More: IND vs SA: “শামি-সিরাজ কোথায় ?…” দঃ আফ্রিকার কাছে পরাজয়ের পর টিম ম্যানেজমেন্টের ক্লাস নিলেন হরভজন সিং !!

অন্যদিকে আবহাওয়ার কথা বলতে গেলে, ম্যাচের দিনে বিশাখাপত্তনমে আবহাওয়া সম্পূর্ণ অনুকূলে থাকবে। আকাশে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের দিকে তা নেমে আসবে ১৯ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে ৫৬% আপেক্ষিক আদ্রতা লক্ষ্য করা যাবে। ফলে আবহাওয়ার কারণে খেলা বন্ধ হওয়ার কোনও ঝুঁকি নেই।

Read Also; আবার ভেস্তে গেল পলাশ-স্মৃতির বিয়ে, ভাই শ্রবণ মন্ধনা করলেন কনফার্ম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *