IND vs SA: "কি দোষ করেছে সে?" বারবার এই খেলোয়াড় উপেক্ষিত হওয়ায় ট্রোলারদের নিশানায় BCCI 1

IND vs SA: ভারতের অভিজ্ঞ এবং প্রথম সারির খেলোয়াড়েরা টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ায় অনুশীলনে ব্যাস্ত থাকায় বর্তমানের সাময়িক অধিনায়ক শিখর ধাওয়ানের নেতৃত্বে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে । প্রথম দুটি ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একটি একটি করে ম্যাচ জিতে সিরিজ সমান হয়ে যায়। সুতরাং আজ ১১ই অক্টোবর অর্থাৎ মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার দ্বিপাক্ষিক সিরিজের নির্ণায়ক ম্যাচ মানে তৃতীয় ম্যাচ খেলা হচ্ছে দিল্লির অরুণ জেইটলি স্টেডিয়ামে । তবে বৃষ্টির জন্য ম্যাচ এই শুরু হতে খানিকটা দেরি হলো। ভারতীয় অধিনায়ক শিখর ধাওয়ান টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্যাটিং করার জন্য আমন্ত্রণ জানান । ভারতীয় প্লেয়িং একাদশে কোনো পরিবর্তন না করে আগের ম্যাচে খেলা ১১ জন খেলোয়াড় কে নিয়েই মাঠে নামে ভারতীয় ক্রিকেট দল।

এই খেলোয়াড় কে সুযোগ না দেওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ভারতীয় সমর্থক

IND vs SA: "কি দোষ করেছে সে?" বারবার এই খেলোয়াড় উপেক্ষিত হওয়ায় ট্রোলারদের নিশানায় BCCI 2

ভারতের অভিজ্ঞ এবং প্রথম সারির খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হলে বা অনুপস্থিতিতে তরুণ প্রতিভাবান খেলোয়াড় দের নিয়ে কোনো দেশের সঙ্গে সিরিজ হলেই স্কোয়াডে নেওয়া হয় এই তরুণ প্রতিভাবান খেলোয়াড় কে। এছাড়াও আইপিএলে ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করেছে এই ভারতীয় খেলোয়াড়। তবে স্কোয়াডে নেওয়া হলেও প্লেয়িং একাদশে নাম উঠে না এই প্রতিভাবান খেলোয়াড় এর। এবং আরও একবার অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও ভারতকে প্রতিনিধিত্ব করা থেকে বঞ্চিত রইলেন এই খেলোয়াড়। ভবিষ্যতে ভারতীয় দলে খেলার সুযোগের জন্য আরও অপেক্ষা করতে হবে এই যুব প্রতিভাবান খেলোয়াড় অর্থাৎ আর কেউ না বরং আমাদের সকলের প্রিয় রাহুল ত্রিপাঠী। এবং রাহুল ত্রিপাঠী কে ভারতীয় দলে খেলার সুযোগ না দেওয়ায় হতাশ ও ক্ষুব্ধ ভারতীয় সমর্থক । ফলস্বরূপ সোশ্যাল মিডিয়ায় ট্রোল-মিম সহ সমালোচনায় ঘিরে পড়েছে বিসিসিআই।

Read More: ধর্ষণের অভিযুক্তে নেপালি ক্রিকেটারকে ৭ দিনের পুলিশ হেফাজতের আদেশ কাঠমান্ডুর আদালত !!

দুই দলের প্লেইং একাদশ

ভারত: শিখর ধাওয়ান ( অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিসান, শ্রেয়াস আইয়ার, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আভেশ খান

দক্ষিণ আফ্রিকা: কুইন্টন ডি-কক(উইকেট কিপার), জানেমান মালান, রেজা হেন্ড্রিক্স, এইডেন মার্করাম,হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার (অধিনায়ক), মার্কো জানসেন,অ্যান্ডিল ফেহলুকওয়ায়ো, বিজর্ন ফরচুইন, লুঙ্গি এনগিডি,অনরিক নোকিয়া

দেখুন কিছু উদাহরণ :

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *