টিম ইন্ডিয়া জয়-জয়াকার, ব্যাট-বলে ভেলকি দেখালো বিরাট-কুলদীপরা !! 1

IND vs SA: বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআইয়ে ব্যাট-বল দুই বিভাগেই দুর্দান্ত প্রদর্শন টিম ইন্ডিয়ার (Team India)। দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে পরাস্ত করলো টিম ইন্ডিয়া। ওডিআই ফরম্যাটে ২০টি টস হারের পর জিতে কেএল রাহুল (KL Rahul) প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। ভারত দ্রুত সাফল্য পায় আর্শদীপ সিং-এর হাত ধরে, প্রথম ওভারেই রিকেলটন শূন্য রানে ফিরে যান। এরপর কুইন্টন ডি কক ও টেম্বা বাভুমা ইনিংস সামাল দিয়ে ১২১ বলে ১১৩ রানের দুর্দান্ত জুটি গড়েন। বাভুমা ৪৮ রানে আউট হলেও ডি কক ৮৯ বলে ১০৬ রান করে চাপ বাড়িয়ে দেন।

দক্ষিণ আফ্রিকা বড় সংগ্রহের পথে থাকলেও ভারতকে খেলায় ফেরান কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। দুজনই দুর্দান্ত স্পেল উপহার দিয়ে মধ্য ও নীচের সারির ব্যাটসম্যানদের চাপে ফেলেন। মার্করাম, জ্যানসেন, বশ – একজনের পর একজন উইকেট হারাতে থাকেন। শেষ দিকে কেশব মহারাজ ২০ রানে লড়াই করলেও দল থামে ২৭০ রানে। ভারতের হয়ে কুলদীপ ৪১ রানে ৪ উইকেট ও প্রসিদ্ধ কৃষ্ণা ৪ উইকেট নেন, যা ম্যাচে ভারতকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

সিরিজ জিতলো টিম ইন্ডিয়া

Ind vs sa
Yashasvi Jaiswal | Image: Getty Images

রান তাড়া করতে এসে দুর্দান্ত জুটি গরেন রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৭৩ বলে ৭টি চার এবং ৩টি ছক্কায় ৭৫ রানের ঝকঝকে ব্যাটিং করেন। ওপেনিং জুটিতে ১৫৫ রান তুলে ফেলেন রোহিত-জয়সওয়াল জুটি। ব্যাট হাতে আজকেও রান পেয়েছেন বিরাট কোহলি। প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর এই ম্যাচেও অর্ধশতরান হাঁকালেন তিনি। ব্যাট হাতে, ৪৫ বলে ৬টি চার এবং ৩টি ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন। আজকের ম্যাচে অনবদ্য ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল। ১২১ বলে ১২টি চার এবং ২টি ছক্কায় ১১৬ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। আজকের ম্যাচের পর সিরিজে ২-১ ব্যাবধানে জিতলো টিম ইন্ডিয়া।

Read Also: IND vs SA: সুস্থ হয়ে দঃ আফ্রিকার বিপক্ষে টি২০’তে ফিরছেন শুভমান গিল, ভরসা নয় চিন্তায় ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *