IND vs SA: ৩ ক্রিকেটার যাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI-তে সুযোগ পাওয়া উচিত ছিল !! 1
INDORE, INDIA - OCTOBER 04: Indian players celebrates the run out of Quinton de Kock during the 3rd T20 international match between India and South Africa at Holkar Stadium on October 04, 2022 in Indore, India. (Photo by Pankaj Nangia/Gallo Images/Getty Images)

মহসীন খান

IND vs SA: ৩ ক্রিকেটার যাদের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ODI-তে সুযোগ পাওয়া উচিত ছিল !! 2

বর্তমান ভারতীয় উটটি তরুণ প্রতিভাদের মধ্যে অন্যতম হলেন মহসিন খান। বাঁহাতি এই ফাস্ট বোলার এই বছর আইপিএল এর মঞ্চে সুযোগ পাবার পর নিজের অসাধারণ প্রতিভার উদাহারারণ সমগ্র ক্রিকেট বিশ্বের সামনে তুলে ধরেছেন। তাই এটাই মনে করা যাচ্ছে যেহেতু বর্তমান ভারতীয় দলে বাঁহাতি ফাস্ট বোলারের সংখ্যা খুব কম এবং তরুণ পেস বোলার আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিবসীয় সিরিজে খেলছেননা তাই ভারতীয় নির্বাচক মন্ডলী প্রতিভাবান ফাস্ট বোলার মহসিন খানকে দলে সুযোগ দিতেই পারতো।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *