ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি গুয়াহাটিতে সমাপ্ত হয়েছে। প্রথম টেস্টে ইডেনে ৩০ রানের হার ভুলতে না ভুলতেই দ্বিতীয় টেস্টেও ভুগছে রোহিত শর্মার দল। ইডেনে ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হওয়ার পরই প্রোটিয়ারা সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয় টেস্টেও টসে ভাগ্য সহায় হয় দক্ষিণ আফ্রিকার, টসে জিতে বাভুমা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নেমে তোলে বিশাল ৪৮৯ রান। দারুণ ব্যাটিং করেন সেনুরাম মুথুস্বামী – অর্জন করেন সেঞ্চুরি।
প্রায় শতরান করে (৯৩) বড় ইনিংস খেলেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। তাদের ব্যাটেই প্রথমেই চাপের মুখে পড়ে ভারতীয় বোলাররা। জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ ভারতীয় ব্যাটাররা। যশস্বী জয়সওয়ালের ৫৮, ওয়াশিংটন সুন্দর-এর ৪৮ ও কেএল রাহুলের ২২ রানের ইনিংস ছাড়া আর কেউই ১৫ রানের গণ্ডি পেরোতে পারেননি। কুলদীপ ১৯ ও সাই সুদর্শন ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ধ্বংসাত্মক বোলিং করেন মার্কো জ্যানসেন – একাই তুলে নেন ৬ উইকেট। ফলে ভারত প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে গুটিয়ে যায়। দক্ষিণ আফ্রিকা তখন লিড পেয়ে যায় ২৮৮ রানের। ফলো-অন না দিয়ে আবার ব্যাটিংয়ে নামে প্রোটিয়া দল। দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ৩৫, এইডেন মার্করাম ২৯ এবং ট্রিস্টান স্টাবস খেলেন দলের সর্বোচ্চ ৯৪ রানের দারুণ ইনিংস। টনি ডি জর্জি ৪৯ ও মুলডার ৩৫ রান যোগ করেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা ৭৮.৩ ওভারে ২৬০/৫ স্কোরে ইনিংস ঘোষণা করে। ভারতের পক্ষে ৪ উইকেট নেন রবিদ্র জাদেজা এবং ১ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর।
এই রানগুলোর ভিত্তিতে ভারতকে ম্যাচ জিততে গেলে তাড়া করতে হবে বিরল এক লক্ষ্য—৫৪৮ রান। শেষ ইনিংসে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই বড় ধাক্কা খায়। যশস্বী জয়সওয়াল ১৩ রানে আউট হন, কেএল রাহুল ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন। এরপর নাইটওয়াচম্যান হিসেবে ব্যাট করতে আসেন কুলদীপ যাদব। পঞ্চম দিনের শুরুতে ভারতের ব্যাটিং ধস দেখতে পাওয়া যায়। ব্যাট হাতে রবীন্দ্র জাদেজা ৫৪ রানের ইনিংস খেলেন। সুন্দর বানান ১৬ রান এবং ভারতীয় দল ১৪০ রানে ১০ উইকেট হারিয়ে ফেলে।