গুয়াহাটিতে ধুঁকছে টিম ইন্ডিয়া, ৫৪৮ রানের পাহাড় টার্গেট দিল দক্ষিণ আফ্রিকা !! 1

ভারত ও দক্ষিণ আফ্রিকার (IND vs SA) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি গুয়াহাটিতে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে আপাতত চালকের আসনে রয়েছে দক্ষিণ আফ্রিকা দল। প্রথমে ইডেন টেস্টে ৩০ রানে হেরেছিল ভারতীয় দল। এবার দ্বিতীয় টেস্টেও পিছিয়ে পড়েছে ভারতীয় দল। ইডেনে প্রথম টেস্টে ভারত ১২৪ রান তাড়া করতে ব্যর্থ হয়েছিল। যার জেরে দক্ষিণ আফ্রিকা সিরিজে ১-০ ব্যাবধানে এগিয়েও গিয়েছিল। দ্বিতীয় টেস্টের কথা বলতে গেলে, আবার একবার টস ভাগ্য ছিল দক্ষিণ আফ্রিকার সাথে। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্রোটিয়া বাহিনী।  প্রথমে ব্যাটিং করে ৪৮৯ রান বানাতে সক্ষম হয়েছিল প্রোটিয়া ব্রিগেড। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে সেঞ্চুরি হাঁকান সেনুরাম মুথুস্বামী ও ৯৩ রানের ঝকঝকে ইনিংস খেলেন মার্কো জেনিসেন।

জবাবে ব্যাটিং করতে এসে টিম ইন্ডিয়ার পক্ষ থেকে যশস্বী জয়সওয়াল ৫৮, ওয়াসিংটন সুন্দর ৪৮, কেএল রাহুল ২২, কুলদীপ যাদব ১৯, সাই সুদর্শনের ১৫ রান ব্যাতিত আর কেউ ১৫ রানের গন্ডি পেরাতে পারেনি। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে ৬ উইকেট নিয়েছিলেন জেনিসেন। ভারতীয় দল মাত্র ২০১ রান বানাতে সক্ষম হয়েছিল। ২৮৮ রানে এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা দল। তবুও ভারতকেও ফলো অন না দিয়ে আবার ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান ক্যাপ্টেন টেম্বা বাভুমা (Temba Bavuma)।

Read More: IND vs SA: কেএল রাহুলকে অধিনায়ক করে মূর্খতার পরিচয় দিল BCCI, দঃ আফ্রিকার বিপক্ষে ODI সিরিজ‌ও হারবে দল !!

দ্বিতীয় টেস্টেও চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

Ind vs sa
IND vs SA | Image: Getty Images

দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৫ রানের ইনিংস খেলেন রিয়ান রিকেলটন। ২৯ রান বানান এইডেন মার্করাম (Aiden Markram)। তিনে ব্যাটিং করতে এসে ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs) সর্বাধিক ৯৪ রানের ইনিংসটি খেলেন। হতাশ করেন বাভুমা, মাত্র ৩ রান বানাতে সক্ষম হন তিনি। টনি ডি জর্জি ৪৯ এবং মুলডার ৩৫ রান বানান। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া দল ৭৮.৩ ওভারে ৫ উইকেটে ২৬০ রান বানাতে সক্ষম হয়েছিল। ভারতকে পাহাড় সমান ৫৪৮ রান টার্গেট হিসানে দেয়। ভারতীয় দলের পক্ষে ৪ উইকেট নেন জাদেজা ও ১ উইকেট নেন ওয়াসিংটন সুন্দর। ভারতকে ম্যাচ জিততে গেলে এই রান তাড়া করতে হবে নাহলে পঞ্চম দিন পর্যন্ত উইকেট বাঁচিয়ে রাখতে হবে। ভারত দ্বিতীয় ইনিংসে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে। ২০ বলে ১৩ রান বানিয়ে আউট হয়ে যান যশস্বী জয়সওয়াল এবং ২৯ বলে ৬ রানে প্যাভিলিয়ন ফেরেন কেএল রাহুল (KL Rahul)। নাইট ওয়াচম্যান রূপে ব্যাটিংয়ে আসেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। আপাতত ভারত ২ উইকেটে ২১ রান বানাতে সক্ষম হয়েছে। ভারতকে জিততে গেলে এখনও ৫২২ রান বানাতে হবে।

Read Also: “১০ কিলো রক্ত কমে গেল..”, প্রিয়জনকে হারিয়ে শোকোস্তব্ধ শচীন তেন্ডুলকার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *