গুয়াহাটির বসরাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ৩০তম টেস্ট ভেন্যুতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। ইডেনে প্রথম ম্যাচে ৩০ রানে হারের পর সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে ছিল টিম ইন্ডিয়া। তার ওপর অধিনায়ক শুভমান গিলের অনুপস্থিতি আরও চিন্তা বাড়িয়েছে। দ্বিতীয় ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ, তবে তৃতীয় দিনের ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকাই এখন ম্যাচের নিয়ন্ত্রণে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে প্রোটিয়া ওপেনার মার্করাম ও রিকেলটন। দুজনেই ছুঁয়েছেন ত্রিশের ঘর। স্টাবস, বাভুমা, টনি ডি জর্জি ও মুলডার ছোট ছোট ইনিংস খেললেও ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ফেলে আফ্রিকা। প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুললেও দ্বিতীয় দিনেই ম্যাচের চিত্র পাল্টে যায়।

চাপের মুখে টিম ইন্ডিয়া

Ind vs sa
Rishabh Pant | Image: Getty Images

সেনুরান মুথুসামি ও কাইল ভেরেইনের দুর্দান্ত জুটি দলের ভিত্তি মজবুত করে। ভেরেইন আউট হওয়ার আগে গড়েন ৮৮ রানের লড়াকু পার্টনারশিপ, এরপর জেনসেনের সঙ্গে মুথুসামির ৯৭ রানের জুটি দলকে নিয়ে যায় শক্ত অবস্থানে। মুথুসামির ১০৯ রানের সেঞ্চুরি ও জেনসেনের ৯৩ রানের ইনিংস দু’দলকে কার্যত ব্যাকফুটে ফেলে দেয় ভারতীয় বোলারদের। শেষ পর্যন্ত সব উইকেট হাতে রেখে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৮৯ রানে। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন সর্বাধিক ৪ উইকেট, জাদেজা, বুমরাহ ও সিরাজ পান ২টি করে উইকেট। জবাবে ব্যাটিংয়ে এসে ভারত ২০২ রানে গুটিয়ে গিয়েছে।

ভারতের হয়ে সর্বাধিক ৫৮ রান বানান যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তাছাড়া, রাহুল (২২), সাই সুদর্শন (১৫), ধ্রুব জুড়েল (০), ঋষভ পন্থ (৭), রবীন্দ্র জাদেজা (৬), নীতিশ রেড্ডি (১০) রান বানান। শেষের দিকে খেলার হাল ধরেন ওয়াসিংটন সুন্দর। চাপের মুখে ৪৮ রানের ইনিংস খেললেন তিনি। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৮ রানে ৬ উইকেট পেয়েছেন মার্কো জেনিসেন। ৩ উইকেটে নিয়েছেন সাইমন হারমার ও ১ উইকেট নিয়েছে কেশব মহারাজ। ২৮৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আসে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনে ৮ ওভার ব্যাটিং করেছে এবং ২৬ রান বানিয়ে ৩১৪ রানে এগিয়ে প্রোটিয়া ব্রিগেড।

Read Also: IND vs SA: “দয়া করে ওকে বাদ দিন…” টেস্টে ভারতের পারফরম্যান্স দেখে ক্ষুব্ধ ভক্তরা, নিলেন গৌতম গম্ভীরের ক্লাস !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *