ইডেনে ভারতের লজ্জাজনক পরাজয়ের পর গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা (IND vs SA)। দলের মূল অধিনায়ক শুভমান গিলকে (Shubman Gill) ছাড়াই দ্বিতীয় টেস্টে নেমেছে ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)। রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতের অধিনায়ক বানানো হয়েছিল শুভমান গিলকে এবং ডেপুটি হিসেবে রাখা হয়েছিল ঋষভ পন্থ না থাকায় গুরু দায়িত্ব পালন করছেন আজকের ম্যাচের কথা বলতে গেলে নির্ধারিত সময়ের আধাঘন্টা আগে শুরু হয়েছে আজকের ম্যাচ। আজকেও টস হেরেছে ভারতীয় দল। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক টেম্বা বাভুমা।
টেস্ট ক্রিকেটের জন্য ৩০ তম মাঠ হিসাবে গুয়াহাটির এই মাঠটিতে আজ টেস্ট প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলো। শুরুটা বেশ ভালো করেছে দক্ষিণ আফ্রিকা। ওপেনিংয়ে এইডেন মার্করাম (৩৮) ও রিয়ান রিকেলটন (৩৫) রানের ইনিংস খেলেন। ওপেনিং জুটিতে ৮২ রানের পার্টনারশিপ গরেন দুজনে। তবে বুমরাহের বলে উইকেট হারান মার্করাম এবং কুলদীপের বলে উইকেট হারিয়ে ফেলেন রিকেলটন। দ্বিতীয় ম্যাচে তিনে ব্যাটিং করতে নামেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। প্রথম দিন শেষে আপাতত তিনিই দলের সর্বোচ্চ রান প্রাপক। ১১২ বলে ৪৯ রান বানিয়েছেন স্টাবস।
Read More: “এর থেকে লজ্জা আর হয়না…” বাংলাদেশের কাছে সেমিফাইনাল হারলো ভারত, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!
৬ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা

অধিনায়ক বাবুমার ব্যাট থেকে এসেছে ৯২ বলে ৪১ রান। তাছাড়া, ৫৯ বলে ২৮ রান বানিয়েছেন টনি ডি জর্জি। ১৮ বলে ১৩ রান বানান মুলডার। আপাতত ক্রিজে রয়েছেন সেনুরান মুথুস্বামী (২৫) ও কাইল ভেরিনি (১)। খারাপ আলোর জন্য প্রথম দিন বন্ধ হয়েছে খেলা। প্রথম দিন কেবলমাত্র ৮১ ওভার পাঁচ বল খেলেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছয় উইকেটে ২৪৭। ভারতীয় দলের হয়ে সর্বাধিক তিনটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব, তাছাড়া একটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র যাদেজা, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহ।