IND vs SA: ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়েছে আজ চন্ডিগড়ের মূল্যানপুর ক্রিকেট স্টেডিয়ামে। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ভারতকে পরাস্ত করেছিল দক্ষিণ আফ্রিকা, তারপর ওডিআই সিরিজে ভারতের কাছে ১-২ ব্যবধানে পরাস্ত হতে হয়েছিল তাদের। এরপর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০১ রানে পরাস্ত করেছিল ভারতীয় দল। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে ভারতীয় দল টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুর দিকে প্রথম দুই ওভারে ভারত ভালো শুরু করলেও তৃতীয় ওভার থেকে বিধ্বংসী ব্যাটিং শুরু করে দেন কুইন্টন ডি কক।
বরুণ চক্রবর্তীর প্রথম ওভারের প্রথম বলে রিজা হেন্ড্রিক্সকে প্যাভিলিয়নে ফেরান। ১০ বলে ৮ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৩৮ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে ৫৩ রান বানিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram) ২৬ বলে ১টি চার ও ২টি ছক্কায় ২৯ রান বানান। দলের হয়ে সর্বাধিক ৯০ রানের ইনিংসটি খেলেন কুইন্টন ডি কক। ৪৬ বলে ৫টি চার ও ৭টি ছক্কায় এই ইনিংসটি খেলেন।
তাছাড়া, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে ১০ বলে ১৪ রান বানান ডিওল্ড ব্রেভিস (Dewald Brevis), ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩০ রানের ইনিংস খেলেন ডোনোভান ফেরেরা (Donovan Ferreira) ও ডেভিড মিলারের ব্যাট থেকে এসেছে ১২ বলে ২০ রান। ভারতীয় দলের হয়ে একমাত্র সফল বলার টি ছিলেন বরুণ চক্রবর্তী যিনি ২৯ রান দিয়ে দুই উইকেট তুলে নেন তাছাড়া অক্ষর প্যাটেল ২৭ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন। পাশাপাশি অর্ষদীপ সিং, হার্দিক পান্ডিয়া, জাসপ্রিত বুমরাহরা ১১ রানের বেশি করে দিয়েছেন ওভার পিছু। নির্ধারিত কুড়ি ওভারে কেবলমাত্র চার উইকেট হারিয়ে ২১৩ রান বানিয়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা ভারতীয় দলকে জিততে গেলে টপ অর্ডার ব্যাটসম্যানদের দিকে নজর থাকবে ভক্তদের।