বৃথা গেল বিরাট-ঋতুরাজের সেঞ্চুরি, মার্করাম-ব্রেভিসের দাপুটে ব্যাটিংয়ে ৪ উইকেটে জয় দঃ আফ্রিকার !! 1

IND vs SA: দ্বিতীয় ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রায়পুরে লজ্জাজনক হার টিম ইন্ডিয়ার। ভারতকে ৪ উইকেটে পরাস্ত করে সিরিজে সমতা ফেরালো দক্ষিণ আফ্রিকা। আজকের ম্যাচে টস জেতেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। টসে জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন তিনি। দ্বিতীয় বারের জন্য সিরিজে প্রথমে ব্যাটিংয়ে আসে টিম ইন্ডিয়া। শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ম্যাচের মতন, আবারও রোহিত শর্মা এবং যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি ব্যর্থ হয়। যশস্বীর ব্যাট থেকে আসে ৩৮ বলে ২২ রান, আর রোহিত করেন ৮ বলে ১৪। শুরুতে দুই উইকেট হারিয়ে ফেললেও ম্যাচে ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। বিরাট কোহলি ও ঋতুরাজ গাইকোয়ার্ড – দুনজেই অসাধারণ ব্যাটিংয়ের পরিচয় দিয়েছেন। দুজনের মধ্যে গড়ে ওঠে ১৯৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ, যা ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।

প্রথম ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর বিরাট কোহলি দ্বিতীয় ম্যাচেও সেঞ্চুরি হাঁকালেন। তাঁর ব্যাট থেকে এসেছিল ৯৩ বলে ১০২ রান। বিরাট তাঁর ইনিংসে ৭টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছিলেন। ওয়ানডে ক্যারিয়ারের ৫৩তম শতরান হাঁকিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে আরও নতুন উচ্চতায় তুলে দিলেন তিনি। সাথে ঋতুরাজ গাইকোয়ার্ড খেলেন ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস, ৮৩ বলে ১০৫ রানের ঝলমলে শতরান করে দর্শকদের মুগ্ধ করেন। তাঁর ব্যাটে ছিল ১২টি চার ও ২টি ছক্কা।

সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

Ind vs sa
Dewald Brevis and Matthew Breetzke | Image: Getty Images

ইনিংসের শেষ দিকে আরও গতি এনে দেন অধিনায়ক কেএল রাহুল (KL Rahul) এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। রাহুল ৪৩ বলে অপরাজিত ৬৬ রান করে দলের স্কোরকে শক্ত অবস্থানে পৌঁছে দেন, জাদেজা খেলেন ২৭ বলে অপরাজিত ২৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। নির্ধারিত ৫০ ওভারে ভারত ৫ উইকেটে তোলে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার হয়ে মার্কো জ্যানসেন নেন ২টি উইকেট। লুঙ্গি এনগিডি এবং নন্দ্রে বার্গার নেন একটি করে উইকেট।

রান তাড়া করতে এসে আবার ব্যার্থ হলেন কুইন্টন ডি কক (Quinton De Kock)। ১১ বলে ৮ রান বানিয়ে অর্ষদীপ সিংয়ের বলে প্যাভিলিয়ন ফেরেন তিনি। ক্যাপ্টেন বাভূমা ও  মার্করামের মধ্যে ৯৬ বলে ১০১ রানের একটি পার্টনারশিপ গড়ে ওঠে। টেম্বা বাভূমা (৪৬) রানে প্যাভিলিয়ন ফেরেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে, অর্ধশতরান হাঁকান ম্যাথিউ ব্রিটজকে (৬৮) ও ডিওল্ড ব্রেভিস (৫৪)। দুরন্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন আইডেন মার্করাম (Aiden Markram)। ৯৮ বলে ১০টি চার ও ৪টি ছক্কায় মার্করামের সংগ্রহ ছিল ১১০। তাছাড়া, টনি ডি জর্জি (১৭), করবিন বোশ (২৯) ও কেশব মহারাজের (১০) রানে ৪৯.২ ওভারে ৩৬২ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা দল। ভারতের পক্ষে ২টি করে উইকেট পান অর্ষদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণ। তাছাড়া, কুলদীপ ও হার্ষিত ১টি করে উইকেট পান। আজকের ম্যাচে জিতে সিরিজে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা।

Raed Also: IND vs SA: “ভারতের হারিস রাউফ..”, দঃ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে হারের পর ট্রোলের মুখ প্রসিদ্ধ কৃষ্ণা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *