IND vs SA: ইডেনে লজ্জাজনক হার টিম ইন্ডিয়ার, ৩০ রানে প্রথম টেস্ট জিতে নিলো দক্ষিণ আফ্রিকা !! 1

ইডেন টেস্টে লজ্জাজনক হার টিম ইন্ডিয়ার। ইডেনের স্পিন উইকেটে টিকতে পারলো না ভারতীয় ব্যাটিং দল। প্রথম টেস্টের কথা বলতে গেলে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে এসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে গিয়েছিল। ভারতের পক্ষ থেকে দুরন্ত বোলিং প্রদর্শন দেখিয়েছিলেন জসপ্রীত বুমরাহ যিনি ৫ উইকেট নিতে সক্ষম হয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে সর্বাধিক ৩১ রান বানিয়েছিলেন ভাইস ক্যাপ্টেন এইডেন মার্করাম (Aiden Markram)। ভারতীয় দল জবাবে প্রথম ইনিংসে  ১৮৯ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর, দক্ষিণ আফ্রিকা দল তাদের দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে ১০ উইকেট হারিয়ে ফেলেছিল এবং ভারতের সামনে জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র  ১২৪ রানের। তবে ভারত, ৯৩ রানেই গুটিয়ে গিয়েছিল এবং দক্ষিণ আফ্রিকা ৩০ রানে এই মহামূল্যবান ম্যাচটি জিততে সক্ষম হয়েছে।

ভারতের প্রথম ইনিংসে কেএল রাহুল ১১৯ বলে ৩৯ রানের সর্বোচ্চ রানের ইনিংসটি খেলেছিলেন। পাশাপশি, ওয়াসিংটন সুন্দর ২৯, ঋষভ পন্থ ২৭ ও রবীন্দ্র জাদেজা ২৭ রানের ইনিংস খেলেন। ভারত প্রথম ইনিংসে ৩০ রানের লিড নিয়েছিল। যার জবাবে দ্বিতীয় দিন আবার ব্যাটিং করতে নামে দক্ষিণ আফ্রিকা দল। প্রোটিয়া দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংসটি খেলেছিলেন অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। পাশাপশি, করবিন বোশ ২৫ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বাধিক ৪ উইকেট তুলে নেন রবীন্দ্র জাদেজা, মোহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব তুলে নেন ২টি করে উইকেট এবং বুমরাহ ও অক্ষর ১টি করে উইকেট তুলে নিয়েছিলেন।

Read More: ২০২৬ আইপিএলের আগেই মাথায় হাত রুতুরাজের, ক্যারিয়ার শেষ করল CSK‌ !!

ইডেনে লজ্জাজনক হার টিম ইন্ডিয়ার

Ind vs sa
IND vs SA | Image: Getty Images

১২৪ রান তাড়া করতে এসে শুরুতেই খাতা না খুলে প্যাভিলিয়ন ফেরেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ৬ বলে ১ রানে প্যাভিলিয়ন ফেরেন কেএল রাহুল। দলের হয়ে সর্বোচ্চ ৩১ (৯২) রানের ইনিংসটি খেলেন ওয়াসিংটন সুন্দর। অক্ষর প্যাটেল ১৭ বলে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন। টিম ইন্ডিয়া মাত্র ৯৩ রান বানাতে সক্ষম হয়েছে। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হারমার  ৪ উইকেট তুলে নেন এবং মার্কো জেনিসেন ও কেশব মহারাজ ২টি করে উইকেট পান। পাশাপাশি, ১টি উইকেট তুলে নেন মার্করাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যাবধানে পিছিয়ে পড়লো।

Read Also: IND vs SA: ভারতীয় শিবিরে দুশ্চিন্তা, ICU-তে ভর্তি ভারতীয় অধিনায়ক শুভমান গিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *