আজ ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার (IND vs SA) প্রথম টেস্টে শুভমান গিলদের চালকের আসনে দেখা গেল সকাল থেকেই। দীর্ঘ ছয় বছর পর কলকাতায় টেস্ট হওয়ায় গ্যালারিতে উপচে পড়া ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। আবার একবার টস ভাগ্যের বিপরীতে ছিলেন শুভমান গিল (Shubman Gill)। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা (Temba Bavuma)। কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন ভারতের মাটিতে টস জেতার অনুশীলন করছেন তিনি, তবে টস জিতেও ব্যাটিং করার সিদ্ধান্ত একপ্রকার ভাবে বুমেরাং হয়ে ফিরে এসেছিল। ভারতীয় বোলারদের আগুনে আক্রমণের সামনে প্রোটিয়ারা প্রথম ইনিংসে ১৫৯ রানেই গুটিয়ে গিয়েছে।
ইনিংসের শুরুতে ধারাবাহিক ছিলেন ওপেনার এইডেন মার্করাম (Aiden Markram) ও রায়ান রিকেলটন। দু’জনে মিলে ৬৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ভালো সূচনা করেন। রিকেলটন ২২ বলে ২৩ রান বানান তো মার্করাম দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৩১ রান করেন। কিন্তু এরপরই বদলে যায় ম্যাচের মোড়। আক্রমণে এসে একের পর এক উইকেট তুলে নেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। বুমরাহকে কোনো রকমে সামাল দিলে প্রোটিয়া মিডিল অর্ডার খুবই দ্রুত কুলদীপ যাদবের ফিরকির জালে আটকা পড়ে। দক্ষিণ আফ্রিকার হয়ে মিডল অর্ডারে উইয়ান মুল্ডার কিছুটা প্রতিরোধ গড়লেও (২৪ রান) হতাশ করেন অধিনায়ক বাভুমা। ১১ বলে মাত্র ৩ রান করে আউট হন তিনি। টনি ডি জোরজির ব্যাট থেকেও আসে কেবল ২৪ রান। শেষদিকে কাইল ভেরেইনের ১৬ ও ট্রিস্টান স্টাবসের অপরাজিত ১৫ রান প্রোটিয়াদের কিছুটা সম্মানজনক জায়গায় পৌঁছে দেয়। মোট ৫৫ ওভার ব্যাট করে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় মাত্র ১৫৯ রানে।
Read More: IND vs SA: “সা%#&& বামন..” বাভুমার উচ্চতা নিয়ে মজা ওড়ালেন বুমরাহ, নিমেষের মধ্যে ভাইরাল ভিডিও !!
চালকের আসনে টিম ইন্ডিয়া

ভারতের পক্ষে সেরা পারফরমার ছিলেন বুমরাহ নিজেই। তিনি ২৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন। তাছাড়া, স্পিন বিভাগে প্রভাব ফেলেন কুলদীপ ও অক্ষর দুজনেই। কুলদীপ ২টি ও অক্ষর ১টি উইকেট তুলে নেন। পাশাপশি, ২ উইকেট পেয়েছিলেন মোহম্মদ সিরাজও। অন্যদিকে ভারতীয় দল ব্যাটিং করতে এসে, ২০ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। বল দিনের শেষেও বেশ নড়াচড়া করেছে। যে কারণে ব্যাটসম্যানদের বেশ তৎপরতা দেখাতেও হয়েছে। শুরুতে ২৭ বলে ১২ রান বানিয়ে আউট হন জয়সওয়াল। ৫৯ বলে ১৩ রানে অপরাজিত রাহুল ও ৩৮ বলে ৬ রান বানিয়েছেন ওয়াসিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকার হয়ে এক উইকেট তুলে নেন মার্কো জেনিসেন। ম্যাচ গড়ানোর সময় থাকলেও খারাপ আলোর জন্য ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।