বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ (IND vs SA) খেলছে। অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) যাদবের নেতৃত্বে ভারতীয় দল আপাতত ৯ ম্যাচে অপরাজিত। আজকের ম্যাচে টস জেতেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম (Aiden Markram)। বিগত কয়েকদিন ধরে ডারবানে বৃষ্টি হচ্ছিল তাছাড়া আজকের আবহাওয়ার দিকে নজর রেখে ভারতকে প্রথমে ব্যাটিং করতে আহবান জানান প্রোটিয়া দলের অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আবার একবার সঞ্জু স্যামসন (Sanju Samson) ও অভিষেক শর্মার (Abhishek Sharma) ওপেনিং জুটি দেখতে পাওয়া যায়। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে শুরু করেন সঞ্জু ও অভিষেক। অভিষেক ৮ বলে ৭ রান বানিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন। তবে অন্যদিকে স্যামসন ও সূর্যকুমার যাদবের মধ্যে একটি ৬৬ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। ভারতীয় দলের হয়ে আজকে আবার দুর্দান্ত ব্যাটিংয়ের পরিচয় দিলেন সঞ্জু স্যামসন। ব্যাট হাতে, ৫০ বলে ৭টি চার ও ১০টি ছক্কার বিনিময়ে ১০৭ রানের ইনিংস খেলেন।
সঞ্জুর শতরানে ভারতের স্কোর ২০০ পার
তাছাড়া, ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে ক্যাপ্টেন সূর্যকুমার যাদব দুটি চার ও ১টি ছক্কার বিনিময়ে ২১ রান বানান তিনি। বামহাতি ব্যাটসম্যান তিলক ভার্মা (Tilak Varma) নিজের জন্মদিনের দিনে ১৮ বলে ৩৩ রানের ইনিংস খেলেন। তার ব্যাটিং ইনিংসে তিনি ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন। দলের হয়ে বাঁকি ব্যাটসম্যানরা তুলনামূলক ভাবে ব্যার্থ হয়েছেন।
ভারতীয় দলের ব্যাটসম্যানদের মধ্যে হার্দিক পান্ডিয়া ২, রিঙ্কু সিং ১১, অক্ষর প্যাটেল ৭, অর্ষদীপ সিং ও রবি বিষ্ণু ১ রান বানান। ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮ উইকেট হারিয়ে ২০২ রান বানায়। ভারতীয় দলের বিরুদ্ধে আজকের ম্যাচে জিরল্ড কোর্টজে ৩টি উইকেট নিয়েছেন। পাশাপশি, মার্কো জানসেন, এনকাবায়োমজি পিটার, প্যাট্রিক ক্রুগার ও কেশব মহারাজ একটি করে উইকেট পেয়েছেন।