IND vs PAK: পেহেলগাঁও জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরও বিগড়ে গিয়েছে। ভারত ও পাকিস্তানের সম্পর্ক শুধু রাজনীতির মঞ্চে বিগড়ে গিয়েছে এমনটা নয়, ক্রিকেটের ময়দানেও দুই দেশের সম্পর্ক বেশ খারাপের দিকেই গিয়েছে। বর্তমানে কিংবদন্তিদের নিয়ে শুরু হওয়া লিজেন্ডস ক্রিকেট লীগের দ্বিতীয় মৌসুমে তাঁর রেশ পড়েছে। ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্যায়ের ম্যাচটি ভেস্তে গিয়েছিল। আসলে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের মুখোমুখি হতে নারাজ ছিল এই পেহেলগাঁও হামলার কারণেই। হরভজন সিং (Harbhajan Singh), ইরফান পাঠান (Irfan Pathan), ইউসুফ পাঠান (Yusuf Pathan), শিখর ধাওয়ান (Shikhar Dhawan) প্রমুখ খেলোয়াড়রা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করেছিল। যে কারণে গ্রুপ পর্যায়ে পাকিস্তান ও ভারতের ম্যাচটি স্থগিত রাখতে হয়েছিল। আর এই ম্যাচ ভেস্তে যেতেই দুই দলকে একটি করে পয়েন্ট তুলে দেওয়া হয়েছিল।
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচ বয়কট করেছিল ভারত

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া চ্যাম্পিয়ন এবারেও সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নকে হারিয়ে ভারত চতুর্থ স্থানে তাদের অভিযান সমাপ্ত করেছে। পাঁচ ম্যাচ খেলে ভারত একটিতে জয় সুনিশ্চিত করেছে এবং রান রেটের বিচারে তারা চতুর্থ স্থানে তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচ পরিসমাপ্ত করেছে। অন্যদিকে পাকিস্তান দল শীর্ষস্থানে তাদের গ্রুপ পর্যায়ের ম্যাচ সমাপ্ত করেছে। নিয়ম অনুযায়ী শীর্ষে থাকা পাকিস্তান ও চতুর্থ স্থানে থাকা ভারতীয় দলের সঙ্গে প্রথম সেমিফাইনাল ম্যাচটি (IND vs PAK) খেলার কথা ছিল। তবে, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম সেমিফাইনাল ম্যাচটি হওয়া নিয়ে বেশ জল্পনা তৈরি হয়েছে।
Read More: “এটাই আমার শেষ সুযোগ..,” ওভাল টেস্টের পরেই পদত্যাগ করতে চলেছেন গৌতম গম্ভীর !!
পাকিস্তানের সঙ্গে সেমিফাইনাল খেলবে না টিম ইন্ডিয়া

পাকিস্তান ও ভারতের মধ্যে এই ম্যাচটি না হওয়ার সম্ভবনা প্রবল। সংস্থার তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের মতন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে স্পন্সরশিপ করবে না তাঁরা। তাদের মতে ক্রিকেট ও সন্ত্রাস কখনও একসাথে চলতে পারে না। আগে দেশ তারপর ব্যাবসা। ইজমাইট্রিপ সরে দাঁড়ানোর পরেই খবর ছড়াতে শুরু করে যে, সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে না ভারত। সূত্রের দাবি, ভারত WCL’এর মঞ্চ থেকে সরে দাঁড়িয়েছে এবং তারা সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত সেমিফাইনালের ম্যাচ প্রত্যাখ্যান করতেই পাকিস্তান সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করে নেবে।