নিয়মিত বিরতিতে উইকেট হারানো

শুরুতেই ভুবনেশ্বর কুমারের বলে দ্রুত ড্রেসিংরুমেও ফিরেছেন বাবর তখনই গোটা দলটাই চাপে পড়ে যাওয়া। এরপর ব্যাটিংয়ে আসেন ফখর জামান। তিনিও সুবিধা করতে পারেননি। ৬ বলে ১০ রাব করে আবেশ খানের বলে কার্তকের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার । এছাড়া চার নম্বরে ইফতিখার আহমেদকে খেলানো নিয়েও রয়েছে মত বিরোধ। ২২ বলে ২৮ রান করে হার্দিক পান্ডিয়ার বলে বিদায় নেন ইফতিখার। ওই সময় রিজওয়ান ও তার ব্যাটে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছিল পাকিস্তান। কিন্তু রানের গতি কমে গিয়েছিল। যার জেরে শেষদিকে দ্রুত রান তুলতে গিয়ে অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি উইকেট হারিয়েছে পাকিস্তান।