IND vs PAK: এই ৩ কারণে ভারতের সামনে হাঁটু গাড়লো পাকিস্তান, একনিমেষে বদলে গেল ম্যাচের গতিপথ !! 1

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়ালো এশিয়া কাপে (Asia Cup 2022) চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান (IND vs PAK) ম্যাচ। গতবছর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টি-২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল ভারতকে। বছর ঘুরে সেই একই মাঠে এবার এশিয়া কাপের ম্যাচে সম্মুখসমরে দু’দল। স্বাভাবিকভাবেই বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ টিম ইন্ডিয়ার সামনে। যদিও শুধু পাকিস্তান ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নয়, রোহিত শর্মাদের (Rohit Sharma) এশিয়া কাপ অভিযান শুরু খেতাব ধরে রাখার উদ্দেশ্যেও। সেই লড়াইয়ে শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে টিম ইন্ডিয়া। সব চ্যালেঞ্জ উপেক্ষা করে ৫ উইকেটের বিশাল ব্যাবধানে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। পাকিস্তানের হারের প্রধান তিনটি কারণ আলোচনা করা হল

পাওয়ার প্লেতে ধীর গতির ব্যাটিং ব্যাটিং ব্যর্থতা 

IND vs PAK: এই ৩ কারণে ভারতের সামনে হাঁটু গাড়লো পাকিস্তান, একনিমেষে বদলে গেল ম্যাচের গতিপথ !! 2
Pakistan’s Mohammad Rizwan (R) and Iftikhar Ahmed take a run during the Asia Cup Twenty20 international cricket Group A match between India and Pakistan at the Dubai International Cricket Stadium in Dubai on August 28, 2022. (Photo by Surjeet Yadav / AFP) (Photo by SURJEET YADAV/AFP via Getty Images)

রোববার আসরের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। কিন্তু দুই ওপেনার বাবর আজম এবং রিজওয়ানের ব্যাটে ভালো শুরু পায়নি তারা। ভারতীয় পেসারদের বিরুদ্ধে অস্বস্তিতে ভুগতে দেখা গেছে বাবরকে। ৯ বলে ১০ রান করে ভুবনেশ্বর কুমারের বলে দ্রুত ড্রেসিংরুমেও ফিরেছেন তিনি। আগ্রাসী ব্যাটিং করতে পারেননি আরেক ওপেনার রিজওয়ানও। ফলে পাওয়ার প্লে কাজে লাগাতে পারেনি পাকিস্তান। এই ধাক্কা পরে ইনিংসের ওপর গিয়ে পড়ে। শুরুর ওই ব্যর্থতাকেই পাকিস্তানের ব্যর্থতার প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন শোয়েব। প্রথম পাওয়ার প্লেতে পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটাররা ১৯টি বলে কোনো রান নিতে পারেননি।রিজওয়ান প্রতি বলে রান নিলে কী হবে! প্রথম ছয় ওভারে ডট ছিল ১৯টি! এত বেশি ডট খেললে সমস্যা তো হবেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *