আন্তর্জাতিক মঞ্চ থেকে অবসর ঘোষণার পরেও ক্রিকেটাররা বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকেন। সাম্প্রতিক সময় অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সেই টুর্নামেন্টে বিশ্বের একাধিক কিংবদন্তি ক্রিকেটারদের আবারও মাঠে নেমে ভক্তদের মন জয় করে নিতে দেখা যাচ্ছে। তারা প্রমাণ করছেন বয়স শুধুমাত্র একটি সংখ্যা। বর্তমানে চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসেও (WCL 2025) একইরকম ছবি ধরা পড়ছে। আজ এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু এই হাইভোল্টেজ মহারণের আগেই ম্যাচ বয়কট করলেন একাধিক ভারতীয় ক্রিকেটার।
Read More: মাঠে ফিরছেন মহম্মদ শামি, ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই এলো বড় খবর !!
ম্যাচ বয়কট ভারতীয়দের-

গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL) পাকিস্তান চ্যাম্পিয়ন্সকে (Pakistan Champions) হারিয়ে ট্রফি জয় করেছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স (India Champions)। এই বছরও ভারতীয়রা এই টুর্নামেন্টে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চলেছে। ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। আজ অর্থাৎ ২০ জুলাই ভারত এবং পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই ম্যাচ খেলবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন হরভজন সিং (Harbhajan Singh), ইউসুফ পাঠান (Yusuf Pathan), সুরেশ রায়না (Suresh Raina) থেকে শুরু করে ইরফান পাঠান (Irfan Pathan)।
উল্লেখ্য সাম্প্রতিক সময় ভারত পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছিল। এই কারণে ভারতের একাধিক তারকা ক্রিকেটার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে পাকিস্তান বিপক্ষে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন। শিখর ধাওয়ানও (Shikhar Dhawan) এই ম্যাচ বয়কট করেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “দেশ আমার কাছে সবার আগে। দেশের থেকে বড়ো কিছু নেই।” এরপরই এই ম্যাচ বাতিল করে দিতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা।
এশিয়া কাপ নিয়েও জটিলতা-

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির পর অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আন্তর্জাতিক মঞ্চে কোনো টুর্নামেন্টে আর এই দুই দলকে মুখোমুখি হতে দেখা যাবে কিনা সেই বিষয় নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এই বছরে এশিয়া কাপ (Asia Cup) ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা থাকায় নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে টুর্নামেন্টে আয়োজন করার জন্য প্রস্তুতি চলছে। চূড়ান্ত আলোচনার জন্য এশিয়া ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রধান মহসিন নকভি (Mohsin Naqvi) বাংলাদেশে বৈঠক ডেকেছেন।
বর্তমানে বাংলাদেশের মধ্যে চলা রাজনৈতিক অস্থিরতার মধ্যে বিসিসিআই (BCCI) ঢাকায় এই বৈঠকের জন্য যাবে না বলে ইতিমধ্যে জানিয়ে দিয়েছে। ফলে বর্তমানে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) অনুষ্ঠিত হবে কিনা তাকে এখনও নিশ্চিত নয়। এই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট না হলে ওই সময় ভারতীয় দল ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে পারে বলেও খবর সামনে এসেছে। অন্যদিকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 WC 2026) ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করতে চলেছে। এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তানে (IND vs PAK) একে অপরের মুখোমুখি হবে কিনা এখন সেটাই দেখার বিষয়।