বিতর্কের ঝড়ে কোণঠাসা BCCI, অবশেষে বাতিল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ !! 1

এশিয়ার একাধিক নতুন দেশ ক্রিকেট মানচিত্রে তাদের নিজেদের পরিচয় তৈরি করার চেষ্টা করছে। ফলে এশিয়া কাপের (Asia Cup 2025) মতো জনপ্রিয় টুর্নামেন্ট আরও আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই টুর্নামেন্ট চলতি বছরে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সাম্প্রতিক সময় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ক্রিকেট মাঠেও তার প্রভাব পড়েছে। ফলে আসন্ন এশিয়া কাপ (Asia Cup 2025) অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও জটিলতা তৈরি হয়। কারণ ভারতীয় দল কোনো টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে নামবে না বলে জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি ২০২৫ এশিয়া কাপের (Asia Cup 2025) সময়সূচি প্রকাশ হয়েছে। এরপরই এই সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ ঘিরে তৈরি হয়েছে সমালোচনার ঝড়। ফলে এই ম্যাচ বর্তমানে বাতিল হওয়ার দিকে এগিয়ে চলেছে।

Read More: IND vs ENG: ম্যাঞ্চেস্টার ব্যর্থতার পর একাদশে রদবদল কোচ গম্ভীরের, ওভালে অভিষেক আর্শদীপ-অভিমন্যুর !!

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সমালোচনা-

বিতর্কের ঝড়ে কোণঠাসা BCCI, অবশেষে বাতিল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ !! 2
IND vs PAK | Images: Getty Images

এই বছর ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সাধারণ পর্যটকদের ওপর একদল জঙ্গি নির্বিচারে গুলি চালায়। এর ফলে ২৬ জন সাধারণ মানুষের মৃত্যু ঘটে। গোয়েন্দা বিভাগ সূত্রে এই ঘটনার পিছনে পাকিস্তানের হাত আছে বলে খবর সামনে আসে। এরপর ভারতের সঙ্গে এই প্রতিবেশী দেশের রাজনৈতিক সম্পর্ক আরও খারাপ হয় যায়‌। তৈরি হয়েছিল যুদ্ধ পরিস্থিতি। ফলে বিসিসিআই (BCCI) কোনো টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে না বলে মনে করা হচ্ছিল।

কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) সময়সূচি অনুযায়ী ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচের বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভারতীয় ক্রিকেট মহলে বিতর্কের ঝড় উঠেছে। ভারতের প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন আশ্বিন (Ravichandran Ashwin) তীব্র আক্রমণ করে বলেন, “ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ কম লাভজনক ছিল বলে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। এই ম্যাচ বাতিল করা হয়নি তার কারণ দেশ প্রেমের আগে টাকার মূল্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে।” ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন‌‌ও (Mohammed Azharuddin) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) এশিয়া কাপের ম্যাচ বাতিল করার পক্ষে মুখ খুলেছেন।

তিনি বলেন, “আমার মনে হয় যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে গেছে তখন আন্তর্জাতিক মঞ্চে ভারতের পাকিস্তানের বিপক্ষে নামা উচিত নয়। সরকার এবং বিসিসিআইয়কেই (BCCI)) সিদ্ধান্ত নিতে হবে।” তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ হওয়া উচিত বলে জানিয়েছেন। তিনি বলেন, “কাশ্মীরে সন্ত্রাসবাদের ঘটনা বন্ধ হওয়া উচিত। এই ঘটনার বিরুদ্ধে ভারত সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। তবে সেইসব এখন অতীত। আমার মনে হয় খেলা চালিয়ে যাওয়া দরকার। এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ হওয়া উচিত। “

ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল-

বিতর্কের ঝড়ে কোণঠাসা BCCI, অবশেষে বাতিল এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচ !! 3
IND vs PAK | Images: Getty Images

এই বছর এশিয়া কাপের (Asia Cup 2025) সূচি অনুযায়ী ১৪ সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচটি রাখা হয়েছে। তবে এখন থেকে ভারতীয় ক্রিকেট সমর্থকরা এই ম্যাচ বাতিল করবে বলে সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে (WCL 2025) পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ভারতীয় কিংবদন্তিরা বয়কট ঘোষণা করেন। ফলে ম্যাচটি বাতিল হয়ে গিয়েছিল। এবার এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচ বাতিলের বিষয়ে একাধিক তারকা ক্রিকেটার আওয়াজ তুলেছেন। বিসিসিআই (BCCI) বিষয়টি নিয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে। সূত্র অনুযায়ী এশিয়া কাপে (Asia Cup 2025) ভারত বনাম পাকিস্তানের (IND vs PAK) ম্যাচটি বাতিল হতে চলেছে।

Read Also: এই খেলোয়াড়দের স্রেফ বিদেশ সফর করাচ্ছেন গম্ভীর, জলে যাচ্ছে বিসিসিআই-এর বিপুল অর্থ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *