IND VS PAK, world cup 2023
India and Pakistan fans | Image: Getty Images

বেশ কিছুদিন আগে সমাপ্তি ঘটেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC FINAL)। আর কিছুদিন বাদেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে টিম ইন্ডিয়া। তারপর ভারতীয় দলের কাছে সুযোগ রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2023) ও বিশ্বকাপ (WC 2023) জেতার। তবে, এশিয়া কাপ নিয়ে বিগত ৭-৮ মাস জুড়ে চলছে সমস্যা। আসলে, ভারতীয় দল যখন গতবছর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল তখন BCCI সচিব জয় শাহ, পাকিস্তানে ভারতীয় দল না পাঠানোর কথায় বলেন। আর ঠিক, সেটাই মান্নতা পেল। আসলে, এবছর পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। আর এই এশিয়া কাপে ভারতীয় দল তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলংকাতে। অন্যদিকে, শুক্রবার পিসিবি বিশ্বকাপের জন্য সরকারের দেওয়া অনুমতি নিয়ে তামাশা করেছেন।

Read More: ASIA CUP 2023: এশিয়া কাপ থেকে ছুটি হলো পাকিস্তানের, এই দেশের মাটিতে বসবে জাকজমক আসর !!

ভেস্তে গেল ইন্দো-পাক ম্যাচ

IND VS PAK, ASIA CUP 2023
IND VS PAK : Image: Getty Images

এদিকে একটি বড় খবর এসেছে হংকংয়ে চলমান উইমেনস ইমার্জিং এশিয়া কাপ থেকে। আসলে ভারত-পাকিস্তানের ম্যাচ এখানে বাতিল করা হয়েছে। এমনকি, একটিও বল এই ম্যাচে করা হয়নি। শনিবার ম্যাচটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হওয়ার কথা থাকলেও ম্যাচটি খেলা হয়নি। এই টুর্নামেন্টে নেপাল, হংকং এবং পাকিস্তানের সাথে ভারতীয় দল এই টুর্নামেন্টে এ গ্রুপে উপস্থিত ছিল। প্রথম ম্যাচে ভারতীয় দল হংকংয়ের বিরুদ্ধে ৯ উইকেটে জিতেছে। এরপর নেপালের বিরুদ্ধে তাদের ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে যায় এবং দুই দলই একটি করে পয়েন্ট পায়। এবার শনিবার বৃষ্টির কারণে ভারত- পাকিস্তানের মধ্যে কার ম্যাচটিও বাতিল হয়েছে। এর ফলে ১-১ করে পয়েন্ট পেয়েছে দুই দল। এটাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল।

সেমিফাইনালে লড়বে এই ৪টি দল

INDW VS PAKW, ASIA CUP 2023
INDW VS PAKW | Image: Getty Images

ভারত ও পাকিস্তান গ্রুপে এ থেকে ৪-৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে এবং তারা শীর্ষ ২-তে রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ গ্রুপ বি থেকে ৪-৪ পয়েন্ট নিয়ে তারা শেষ চারে উঠেছে। সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতের মুখোমুখি হবে। অন্যদিক বাংলাদেশের সাথে পাকিস্তান মুখোমুখি হবে। ১৯ জুন খেলা হবে দুই ম্যাচ এবং ২১ জুন মেগ ফাইনালে বিজয়ী দল মুখোমুখি হবে। অর্থাৎ এখনো অটুট আছে ভারত-পাকিস্তানের ম্যাচের সম্ভাবনা। আসলে গোটা টুর্নামেন্ট জুড়েই ব্রিস্ট বাজিমাত করেছে। গ্রুপ পর্বের ১২ টি ম্যাচের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ খেলা সম্ভব হয়েছে এবং সাতটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেছে। দলগুলো মাত্র একটি করে ম্যাচ খেলেছে সেমিফাইনালে পৌঁছে যাওয়া চারটি দল।

Also Read: “ও শুরু করেছিল…” বিরাটের সঙ্গে ঝামেলা প্রসঙ্গে মুখ খুললেন বিতর্কিত আফগান পেসার নবীন উল হক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *