IND vs PAK: সমাপ্ত হয়েছে ভারত এবং পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে পরাস্ত করে আংশিকভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে প্রবেশ করল ভারত। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে এসে ২৪১ রান বানায় পাকিস্তান। জবাবে ভারতীয় দল ওভারে ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল।
ভালো সূচনা দেন বাবর – ইমাম
আজকের ম্যাচে পাকিস্তানের ওপেনিং জুটিতে পরিবর্তন দেখতে পাওয়া যায়। বাবার আজমের সঙ্গে ব্যাটিং করতে আসেন ইমাম উল হক। দুজনেই বেশ ভালো সূচনা দিয়েছিলেন দলের হয়ে। বাবরের ব্যাট থেকে আজ কভার ড্রাইভ ও অন ড্রাইভ দেখতে পাওয়া গিয়েছে। বাবরকে দেখে মনে হচ্ছিল কোনো বড় ইনিংস হয়তো অপেক্ষায় রয়েছে।
Read More: IND vs PAK: “টিভি ভাঙা শুরু…” পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় সুনিশ্চিত করলো টিম ইন্ডিয়া, সমাজ মাধ্যমে শুরু চর্চা !!
পাওয়ার প্লেতে দুই উইকেট হারায় পাকিস্তান
যদিও, হার্দিক পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফিরতে হয় বাবর আজমকে। ২৬ বলে ৫টি চারের বিনিময়ে ২৩ রান বানান বাবর আজম। এবং বাবর আউট হওয়ার পরেই উইকেট হারিয়ে ফেলেন ইমাম উল হক। অক্ষর প্যাটেলের রকেট থ্রোতে উইকেট হারিয়ে ফেলেন ইমাম। ১০ রান বানিয়ে আউট হন ইমাম।
শাকিল – রিজওয়ানের মধ্যে গড়ে ওঠে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ

পাকিস্তানি ব্যাটসম্যানদের ব্যাকফুটে ঠেলে দেন ভারতীয় বোলাররা। ১০-২০ ওভারের মধ্যে কেবলমাত্র ২৩ রান বানাতেই সক্ষম হয়েছিল পাকিস্তান। মধ্য ওভারে ভারতীয় স্পিনাররা বেঁধে রেখেছিল পাকিস্তানি ব্যাটিংকে। পাওয়ার প্লের ভিতর দুই উইকেট হারানোর পর সৌয়দ শাকিল ও মোহম্মদ রিজওয়ানের মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে উঠতে থাকে।
মিডিল ওভারে সমস্যায় পড়ে পাকিস্তান

১৪৪ বলে ১০৪ রানের পার্টনারশিপ গড়ে ওঠে রিজওয়ান ও শাকিলের মধ্যে। যদিও মধ্যে ওভারে অতিরিক্ত বল ডট খেলে ফেলেছিল পাকিস্তান দল, যে কারণে রান বানানোর প্রচেষ্টায় আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে বোল্ড হয়ে যান রিজওয়ান। এক উইকেট হারানোর পর আবার দ্বিতীয় ওভারেই ৭৬ বলে ৬২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় শাকিলকে।
স্পিন আক্রমণে হাল বেহাল হয় পাকিস্তানের
মধ্যে ওভারে ভারতীয় স্পিনাররা পাকিস্তানি ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে দেয়। সেই সময়ের মধ্যে পাকিস্তানি তরুণ ব্যাটসম্যান তায়াব তাহির এবং সালমান আগা। ৪ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন তাহির এবং ১৯ রান করে আউট হবে সালমান আগা। ২০০ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান দল।
২৪১ রানে শেষ হয় পাকিস্তানের ব্যাটিং

কুলদীপের বলে আবার উইকেট হারান শাহীন আফ্রিদি। প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ২০০ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। তবে, শেষের দিকে খুসদিল শাহ ৩৯ বলে ৩৮, নাসিম শাহ ১৪ এবং হ্যারিস রউফের ৮ রানের বিনিময়ে পাকিস্তান ১০ উইকেট হারিয়ে ২৪১ রান বানায়।
শুরুতেই উইকেট হারান রোহিত

রান তাড়া করতে এসে প্রথম থেকেই আক্রমণ শুরু করে ভারতীয় দলের ব্যাটসম্যানরা। ক্যাপ্টেন রোহিত শর্মা ১৫ বলে তিনটি চার এবং একটি ছক্কায় ২০ রান বানিয়ে ফেলেন। তবে, শাহীন শাহ আফ্রিদির দুর্দান্ত ইয়র্কারে প্যাভিলিয়নে ফেরান রোহিতকে।
শুভমান- কোহলির মধ্যে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে ওঠে
রোহিত শর্মা জলদি আউট হয়ে গেলেও পাওয়ারপ্লে ভিতরে আক্রমণ জারি রাখেন শুভমান গিল (Shubman Gill) এবং বিরাট কোহলি (Virat Kohli)। পাওয়ার প্লের মধ্যেই ৬৪ রান বানায় ভারত। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেও আক্রমণ জারি রাখে ভারতীয় ব্যাটসম্যানরা। চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে প্রথম ম্যাচে শতরান হাঁকানো শুভমান গিলকে বেশ ছন্দে দেখা যাচ্ছিল।
ফর্ম দেখালেন শ্রেয়স-কোহলি
পাকিস্তান দলে অভাব ছিল স্পিনার। স্পিনারদের অভাব বোধ করেছে পাকিস্তান দল। তবে পাকিস্তানের হয়ে অসাধারণ বোলিং প্রদর্শন দেখিয়েছেন আবরার আহমেদ। শুভমানকে একটি অসাধারণ লেগ স্পিনে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ৫২ বলে ৪৬ রান বানিয়ে প্যাভিলিয়ন ফেরেন গিল। তবে আজকের ম্যাচে বেশ ছন্দ দেখান বিরাট কোহলি।
শতরান হাঁকালেন কিং কোহলি

গতদিন জলদি প্যাভিলিয়নে ফিরেছিলেন শ্রেয়াস আইয়ার। তবে আজকে বিরাট কোহলির সঙ্গে দুর্দান্ত ছন্দ দেখিয়েছেন তিনি। ৬৭ বলে পাঁচটি চার এবং একটি ছক্কায় ৫৬ রানের ইনিংস খেলেন শ্রেয়াস। পাশাপাশি রান রেট বাড়ানোর জন্য আগে ব্যাটিং করতে আসেন হার্দিক পান্ডিয়া। তবে, ৬ বলে ৮ রান বানিয়ে আউট হন তিনি। ভারতের হয়ে ফার্মে ফিরলেন কিং কোহলি। ১১১ বলে ৭ টি চারের বিনিময়ে ১০০ রান বানান। ভারত ৪২.৩ ওভারেই জয় সুনিশ্চিত করে নেয়।