IND vs PAK: ভারত-পাক ম্যাচের আগে রোহিতকে নিয়ে বড় বয়ান বাবরের, লড়াইয়ের আগেই আগুনে পড়ল ঘি !! 1

IND vs PAK: রোহিত শর্মা এবং বাবর আজম ক্রিকেট বিশ্বে দুটি বড় নাম। রোহিত শর্মা অবশ্য বিগত ১০ বছর ধরে সাদা বলে ক্রিকেটে বেশ দাপিয়ে বেড়িয়েছেন। অন্যদিকে শেষ তিন বছরে নিজের সেরা ফর্মে আছেন বাবর আজম। পাকিস্তান দলে তিনি অধিনায়কত্ব পেয়েছেন দুই বছর আগেই, তারপর থেকেই দলকে বেশ ভালো স্থানে পৌঁছে দিয়েছেন বাবর। শুধু অধিনায়কত্ব নয়, তার ব্যাটিং এর ফর্ম বিগত তিন বছর ধরেই ক্রিকেটের অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। অপরদিকে রোহিত শর্মার ফর্মে একটু ঘাটতি দেখা যাচ্ছে ২০২০ সালের পর থেকেই। মাত্র একটি সেঞ্চুরি এসেছে টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাট থেকে, অন্যদিকে বাবর এই বছর তিন ফরম্যাটে একটি করে সেঞ্চুরি জুড়ে দিয়েছে।

নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রোহিত

IND vs PAK: ভারত-পাক ম্যাচের আগে রোহিতকে নিয়ে বড় বয়ান বাবরের, লড়াইয়ের আগেই আগুনে পড়ল ঘি !! 2

সাল ২০২১ এর বিশ্বকাপের পর থেকে ভারতীয় দলের অধিনায়কত্ব রোহিত শর্মার ঘাড়ে। অধিনায়ক হওয়ার পর থেকেই ভারতীয় দল একদম ঘুরে দাঁড়িয়েছে। তার অধিনায়কত্বে ভারত এক বছরে সব থেকে বেশি টি-২০ ম্যাচে জিতেছে। পরস্পর পাঁচটি সিরিজে তিনি জয়লাভ করেছেন। তবে এশিয়া কাপের মঞ্চে আশানরুপ ফল করতে ব্যর্থ দল।

কিন্তু এরপরেই ঘরের মাটিতে নিজেদের ফর্মে ফিলেছে দল এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকে ২-১ হারিয়ে সিরিজে জিতেছে। বিশ্বকাপ শুরুর আগেই অষ্ট্রেলিয়ায় পৌঁছেছে টিম ইন্ডিয়া এবং এখানে দুটি প্রাকটিস ম্যাচ খেলেছে। এই ঠিক পরেই ছিল অধিনায়কদের নিয়ে একটি ফটোশুট। সেখানে বাবার ও রোহিতকে বেশ মজা করতে দেখা গিয়েছিলো।

রোহিতের প্রশংসা করলেন বাবর

IND vs PAK: ভারত-পাক ম্যাচের আগে রোহিতকে নিয়ে বড় বয়ান বাবরের, লড়াইয়ের আগেই আগুনে পড়ল ঘি !! 3

ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা, পাকিস্তানের অধিনায়ক বাবরকে এক বয়ান দেন। তিনি বলেন, “যখনই আমরা পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে দেখা করি, তখন পরিবারের লোকজন কেমন আছে, কোন নতুন গাড়ি কিনেছে এই নিয়েই বেশি আলোচনা হয়।” অন্যদিকে বাবর রোহিতকে নিয়ে বলেন যে, “রোহিত শর্মা বেশ অনেকদিন ধরেই ক্রিকেট খেলছেন অনেক কিছুই তার কাছ থেকে আমি শিখেছি তিনি শুধু খেলেনই না তিনি দলের হয়ে তার সেরা টা দেন।” এর থেকেই বোঝা যায় দুজনের মধ্যে কতটা শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। এবারও বিশ্বকাপে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। তাই ফের মাঠে দেখা হবে বাবর ও রোহিতের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *