IND vs PAK: শ্রীলঙ্কায় চলমান মহিলা এশিয়া কাপ ২০২৪ – এর প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্টের সূচনা করলো টিম ইন্ডিয়া। পাকিস্তানের বিরুদ্ধে সহজ হয় জয় করে আপাতত A গ্রপের শীর্ষে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারত বনাম পাকিস্তান ম্যাচ (IND vs PAK) মানেই জমজমাট ম্যাচ, এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচটি শ্রীলঙ্কার ডাম্বুলাতে অনুষ্ঠিত হয়েছিল। আজকের মাছের কথা বলতে গেলে, প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান দল নির্ধারিত ওভারের আগেই সব উইকেট হারিয়ে ফেলে। মাত্র ১৯.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজেই এই রান তাড়া করে পাকিস্তানকে নাস্তানাবুদ করলো। ডাম্বুলার স্লো উইকেটে টস জিতে প্রথমে ব্যাটিং করে মস্ত বড় ভুল করে পাকিস্তান। দলের দুই ওপেনার গুল ফিরোজা ও মুনিবা আলী যথাক্রমে ৫ ও ১১ রান করে বানিয়ে পেসার পূজা ভাস্ত্রকারের শিকার হন। এরপর ৬ রানে আলিয়া রিয়াজকে আউট করেন শ্রেয়াঙ্কা পাটিল। মুরালিধরনের দেশে স্পিন উইজার্ড হিসাবে আত্মপ্রকাশ ঘটে দীপ্তি শর্মার স্পিনের জাদু। প্রথমে তিনি ৮ রানের ব্যক্তিগত স্কোরে অধিনায়ক নিদা দারকে প্যাভিলিয়নে পাঠান।
ভারতের বোলিং আক্রমণের সামনে ফিকে পড়েছে পাকিস্তানি ব্যাটিং
১৩ তম ওভারে রেণুকা সিং বোলিং করতে এসে সিদরা আমিনকে আউট করে ৬১ রানে পাকিস্তানের অর্ধেক দলকে গুটিয়ে দেন। পরের বলে খাতা না খুলেই ইরম জাভেদকে আউট করেন রেণুকা। ৪ ওভারের স্পেলে ১৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন রেণুকা। কঠিন সময়ে দলের হয়ে ২২ রানের ইনিংস খেলেন তুবা হাসান ও ফাতিমা সানা। সৈয়দা আরুব শাহ (২), নাশরা সান্ধু (০) এবং সাদিয়া ইকবালকে (০) আউট করে ভারতীয় দল দ্রুত পাকিস্তানকে নিষ্পত্তি ঘটায়। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সিদরা আমিন। ভারতের হয়ে রেনুকা সিং, পূজা ভাস্ত্রকার ও শ্রেয়াঙ্কা পাটিল ২টি করে উইকেট নেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন দীপ্তি শর্মা।
১০৯ রানের ছোট লক্ষ্য তাড়া করতে গিয়ে ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মা ভারতকে প্রায় জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন। ২৯ বলে ৪০ রান বানান শেফালী, তার ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা দেখা গিয়েছে। ভাইস ক্যাপ্টেন মন্ধনা ৯টি চারের বিনিময়ে ৪৫ রানের ইনিংস খেলেন। তাছাড়া দয়ালান হেমলতার (১৪), ক্যাপ্টেন হারমানপ্রীত কৌর (৫*) ও জেমিমাহ রদ্রিগেস (৩*) রান বানিয়ে ভারতকে জয়ের দিকে নিয়ে যান।