এশিয়া কাপের (Asia Cup 2025) ঐতিহ্যবাহী লড়াইয়ে চোখে চোখ রেখে টক্কর দিচ্ছে দলগুলি। গ্রুপ ‘বি’তে বাংলাদেশ আফগানিস্তানকে (BAN vs AFG) হারিয়ে টুর্নামেন্টের প্রতিযোগিতা আরও জমিয়ে দিয়েছে। অন্যদিকে পাকিস্তান একাধিক নাটকের মধ্যে দিয়ে গতকাল সংযুক্ত আরব আমিরাতের (PAK vs UAE) বিপক্ষে মাঠে নামে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের জয় তুলে নিতেই হতো। শেষ পর্যন্ত আয়োজক দেশকে হারিয়ে চমক দিয়েছে সালমান আলী আগার (Salman Ali Agha) দল। ফলে সুপার ফোরে এবার আবারও ভারতের (IND vs PAK) বিপক্ষে মাঠে নামতে চলেছে তারা।
Read More: Asia Cup 2025: বিতর্ককে পিছনে ফেলে জয় পাকিস্তানের, আমিরশাহীকে হারিয়ে মিললো সুপার ফোরের টিকিট !!
ভারত-পাক ম্যাচ ঘিরে বিতর্ক-
এই বছর এশিয়া কাপ (Asia Cup 2025) টুর্নামেন্ট আয়োজনের জন্য কর্মকর্তাদের একাধিক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। প্রথমে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এরপর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC) সংযুক্ত আরব আমিরাতে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্ট আয়োজন করেছে। তবে ভারত এবং পাকিস্তান (IND vs PAK) একে অপরের বিপক্ষে মাঠে নামবে কিনা তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা।
তবে সমস্ত বিতর্ক কাটিয়ে ১৪ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হয়েছিল তারা। এই ম্যাচে দুরন্ত জয় পেয়ে ব্লু ব্রিগেডরা রীতিমতো বদলা নেয়। কিন্তু ম্যাচে ক্রিকেটাররা একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় না করে হাত মেলাননি। যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের (Andy Pycroft) বিরুদ্ধে অভিযোগ আনে। এমনকি আইসিসির (ICC) কাছে অভিযোগ জানিয়ে হুমকি দিয়েছিল যে এশিয়া কাপ থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে সরিয়ে না দেওয়া হলে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে না।
আবারও মুখোমুখি ভারত-পাক-
বুধবার শেষ পর্যন্ত দীর্ঘ টালবাহানার পরে মাঠে নামে সালমান আলী আগার (Salman Ali Agha) দল। এই ম্যাচে দুরন্ত জয় তুলে নিয়ে সুপার ৪’এ প্রবেশ করেছে তারা। বর্তমানে ৪ পয়েন্ট এবং +১.৭৯০ রান রেটের সঙ্গে গ্রুপ ‘এ’তে দ্বিতীয় স্থানে অবস্থান করছে পাক বাহিনী। ভারতও ৪ পয়েন্ট সংগ্রহ করেছে এবং তাদের রান রেট +৪.৭৯৩। ফলে এই চির প্রতিদ্বন্দ্বী দুই দল সুপার ৪’এ আবার একে অপরের মুখোমুখি হতে চলেছে।
আসন্ন হাইভোল্টেজ ম্যাচটি ২১ সেপ্টেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় রাত আটটা থেকে মাঠে নামবে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। হ্যান্ডসেক বিতর্কের পর পরিস্থিতি বর্তমানে কোন দিকে এগিয়ে যায় এখন সেটাই দেখার। অন্যদিকে ভারত গ্রুপ পর্বে শেষ আগামীকাল ম্যাচে ওমানের (IND vs OMAN) বিপক্ষে মাঠে নামবে।