দীনেশ কার্তিক- ঋষভ পান্থ
এই বিশ্বকাপে দলের ফিনিশিং এর দায়িত্ব পেয়েছেন দীনেশ কার্তিক, আইপিএলে দুরন্ত ফিনিশ দেখিয়ে জাতীয় দলে কামব্যাক করেছেন এই অভিজ্ঞ ব্যাটার। ফিনিশিং এর সাথে সাথে তিনি উইকেট রক্ষকের ভূমিকাও পালন করে থাকেন তবে তার অনুপস্থিতিতে দলের হয়ে পারফরম্যান্স দেখাতে পিছুপা হবেন না ঋষভ পান্থ। দিনেশের মতনই লম্বা লম্বা শর্ট মারার ক্ষমতা রাখেন এই তরুণ ব্যাটার। অর্থ্যাৎ ডিকের ব্যাক আপ হিসাবে ঋষভ হবেন দলের প্রথম পছন্দ।