IND vs PAK: আগামী ২৩শে অক্টোবর বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। এই হাই ভোল্টেজ ম্যাচে যে দল তাদের স্নায়ু সবল রাখতে সক্ষম হবে সেই দল হবে ম্যাচের বিজেতা। তবে বিশ্বকাপের মঞ্চে পাকস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের বেশ ভালো রেকর্ড আছে। বিশ্বকাপের মঞ্চে মাত্র একবার ই ভারতকে হারাতে সক্ষম হয়েছে পাকিস্তান। ম্যাচের দিন কি ঘটবে সেটা সময় ই বলবে।

তবে ভারতীয় সিনিয়র প্লেয়ারদের এই হাই ভোল্টেজ ম্যাচে বিপক্ষের থেকে এগিয়ে থাকতে হবে। তবে কোনো কারণ বসত গুরুত্বপূর্ণ প্লেয়াররা চোট পেয়ে যান তাহলে দলের পক্ষে ম্যাচ জেতা অনেকটাই মুশকিল হয়ে উঠবে। তবে তাদের ব্যাকআপ খেলোয়াড়রা মাঠে তুলতে পারে ঝড়। জেনেনিন সেই ৫ জন ব্যাকআপে থাকা প্লেয়ার যারা মাঠে ঝড় তুলতে পারেন।
বিরাট কোহলি-দীপক হুডা
বিরাট নামটিই যথেষ্ট যেকোনো দলের কাছেই, ছন্দ খুঁজে পেলে বিরাট কোহলি একাই যথেষ্ট ম্যাচ জেতানোর জন্য। তবে কোনো কারণ বসতো তিন যদি হাই ভোল্টেজ ম্যাচের সদস্য না হতে পারেন তাহলে তার ব্যাকআপ হিসাবে দীপক হুডা পারফরম্যান্স দেখতে পারেন। দীপক হুডা টি-২০ তে মাত্র ৯ ইনিংসে ১৫৫ স্ট্রাইক রেটে ২৯৩ রান করেছেন, সঙ্গে একটি শতরান ও করেছেন। বিরাটের ঘাটতি পূরণ করতে দীপক হুডা হতে পারে দলের ট্রাম্প কার্ড।