IND vs OMAN ASIA CUP 2025 PREVIEW: সুপার ফোর নিশ্চিত ভারতের, ওমানকে হারিয়ে আরও শক্ত বার্তা দিতে চাইবে মেন ইন ব্লু !! 1

Asia Cup 2025: নিয়ম রক্ষার ম্যাচে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওমান (IND vs OMAN)। দুই দলের মধ্যে একটি হাইভোল্টেজ ম্যাচ না হলেও একতরফা একটি ম্যাচ লক্ষ করা যাবে। চলতি এশিয়া কাপে প্রথম দল হিসেবে সুপার ফোরের যোগ্যতা অর্জন করেছিল টিম ইন্ডিয়া, অন্যদিকে প্রথম দল হিসেবে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছিল ওমান। দুই দলের মধ্যে এই ম্যাচটি আবুধাবিতে শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। প্রথম ম্যাচে আরব আমিরশাহীর বিরুদ্ধে বড় ব্যাবধানে জয় ছিনিয়ে নেওয়ার পর পাকিস্তানকেও নাস্তানাবুদ করেছিল টিম ইন্ডিয়া এবং ভারত সরাসরি পৌঁছে গিয়েছিল সুপার ফোর পর্বে। ভারতকে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি হতে হবে ওমানের বিরুদ্ধে। ম্যাচটি নিয়ে খুব বেশি জলঘোলা না হলেও এই ম্যাচে একাধিক ভারতীয় খেলোয়াড়দের বিশ্রামে দেখা যেতে পারে।

Asia Cup 2025 ম্যাচের সময়সূচি-

ভারত (IND) বনাম ওমান (OMAN)

ম্যাচ নং: ১২

তারিখ: ১৯/০৯/২০২৫

ভেন্যু: সেখ জায়েদ স্টেডিয়াম, আবুধাবি‌

সময়: রাত ৮ টা (ভারতীয় সময়)

সেখ জায়েদ স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

Asia cup 2025
Zayed Cricket Stadium | Images: Getty Image

শুক্রবার আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ওমান (IND vs OMAN)। দুই দলের গুরুত্বপূর্ণ লরাইটির জন্য সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। এই ভ্যানুতে এবারের এশিয়া কাপের সপ্তম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এর আগে ছয়টি ম্যাচ এই ভ্যানুতে হলেও ভারত প্রথম ও শেষ বারের জন্য এই ভ্যানুতে খেলতে নামবে। এবারের এশিয়া কাপে এই ভ্যানুতে আফগানিস্তান সর্বাধিক ১৮৮ রান বানিয়েছিল। বাঁকি ম্যাচগুলো বোলারদের পক্ষেই গিয়েছে বলে মন্দ হয়না। পিচ মূলত স্পিন বান্ধব, ধীর গতির বল ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে পাওয়ার প্লেতে যতটা সম্ভব রান বানিয়ে নিতে হবে এবং বাঁকি ওভারগুলিতে প্রয়োজন মতন রান বানাতে হবে।এখনও পর্যন্ত এই মাঠে ৭০ টি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দলের তুলনায় দ্বিতীয় ব্যাটিং করা দল এখানে বেশি জিতেছে। টস জয়ী অধিনায়ক এখানে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করবেন না।

আবুধাবির আবহাওয়ার পূর্বাভাস-

শুক্রবার আবুধাবির আকাশ‌ সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। তবে দিনে গরম বেশ অনুভব হবে। বৃষ্টিপাতের কোনো ছায়া নেই। সকালের দিকে আনুমানিক ৩৫℃ টপমাত্রা থাকবে এবং ম্যাচ চলাকালীন কমে সেটি ৩২℃ নেমে আসবে তাছাড়া বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে প্রায় ৬৪ শতাংশ, যা খেলোয়াড়দের অস্বস্তির কারণ হয়র উঠবে। পাশাপাশি, ম্যাচ চলাকালীন ঘন্টায় ১৬ কিমি বেগে বাতাস বইবে।

IND vs OMAN হেড টু হেড-

আসন্ন এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচটি হবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও ওমানের মধ্যে প্রথম সাক্ষাৎ।

ASIA CUP 2025 IND vs OMAN দুই দলের সম্ভব্য একাদশ

ভারত: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (WK), সূর্যকুমার যাদব (C), তিলক ভার্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা, রিংকু সিং, হার্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আরশদীপ সিং।

ওমান: আমির কলিম, যতিন্দর সিং (C), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা (WK), ওয়াসিম আলি, জিতেন রামানন্দি, আরিয়ান বিষ্ট, শাকিল আহমেদ, সময় শ্রীবাস্তব, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ।

READ ALSO: Asia Cup 2025: ম্যাচ চলাকালীন আম্পায়ারের মাথায় লাগলো বল, হলেন হাসপাতালে ভর্তি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *