IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচটি খেলতে গতকাল মাঠে নেমেছিলো ভারতীয় দল। একদিনের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পর কুড়ি-বিশের ক্রিকেটেও ভারতের সহজ জয়ের পক্ষেই বাজি ধরেছিলেন অনেকে। তবে সকল হিসেবনিকেশ উল্টেপাল্টে দিয়ে প্রথম ম্যাচটি ২১ রানে জিতে নেন মিচেল স্যান্টনার, ডেভন কনওয়েরা। সিরিজে শুরুতেই পিছিয়ে পড়ায় দ্বিতীয় ম্যাচটি জিততেই হত ভারতকে। না হলে ঘরের মাঠে সিরিজ হারার লজ্জায় পড়তে হত হার্দিক পান্ডিয়া (Hardik Pandya), সূর্যকুমার যাদবদের (Suryakumar Yadav)। শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে ভারত গতকালের ম্যাচে। নিউজিল্যান্ডকে কম রানের মধ্যে বেঁধে রাখেন ভারতের বোলার’রা। তবে ব্যাটিং-এ নেমে কিউই স্পিনারদের বিপক্ষে খানিক চাপে পড়েছিলেন ‘মেন ইন ব্লু’ ব্যাটার’রা। শেষ অব্দি স্নায়ুর চাপ ধরে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়ে আনে ভারতীয় দল। হাইভোল্টেজ এই ম্যাচের প্রতিটি বল গ্যালারিতে বসে উপভোগ করেন লক্ষ্ণৌর ক্রিকেট জনতা। তাদের সাথেই ম্যাচ উপভোগ করতে দেখা যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকেও (Yogi Adityanath)। মন্ত্রীর চেয়ার ছেড়ে খেলার মাঠে যোগী আদিত্যনাথের আগমন নিয়ে চর্চা শুরু হয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।
দুই দল’কে স্বাগত জানান মুখ্যমন্ত্রী-

উত্তরপ্রদেশের রাজধানী লক্ষ্ণৌ’তে ম্যাচ। সেই কারণেই দুই দল’কে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। লক্ষ্ণৌ’র ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়াম সেজে উঠেছিলো ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-২০ মোকাবিলার জন্য। খেলা শুরুর আগে মাঠে যান মুখ্যমন্ত্রী। পরিচিত হন দুই দলের ক্রিকেটারদের সাথে। নিজের দলের ক্রিকেটারদের সাথে আদিত্যনাথের পরিচয় করিয়ে দিতে দেখা যায় ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কিউই অধিনায়ক মিচেল স্যান্টনারকেও (Mitchell Santner) দেখা যায় তাঁর সাথে কথাবার্তা বলতে। পরিচিতি পর্ব শেষে ঘন্টা বাজিয়ে ম্যাচ শুরুর বার্তা দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান চলাকালীন আকাশে বেলুন উড়িয়ে দেওয়া হয়। আদিত্যনাথের সামনে অবশ্য জয় তুলে নিলো ভারতীয় দল। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার (Mitchell Santner)। ভারতীয় স্পিনারদের দাপটে মাত্র ৯৯ রান তুলতে পারেন কনওয়ে, ফিন অ্যালেন’রা। জবাবে ব্যাট করতে নেবে কিউইদের স্পিন অস্ত্রে ঘায়েল হন শুভমান গিল (Shubman Gill), রাহুল ত্রিপাঠীরাও (Rahul Tripathi)। শেষ অব্দি সূর্যকুমার যাদব (২৬*) এবং হার্দিক পান্ডিয়ার (১৫*) ব্যাটে ভর দিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
যোগী আদিত্যনাথের সাথে ক্রিকেটারদের সাক্ষাতের ভিডিও-
খেলার মাঠে চাঁদের হাট, ছিলো নিরাপত্তার কড়াকড়ি-

কেবলমাত্র মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নন, তাঁর সাথে কালকের ম্যাচ দেখতে মাঠে উপস্থিত ছিলেন আরও অনেক প্রশাসনিক কর্তা ব্যক্তি। মুখ্যমন্ত্রী’র সাথে ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দীনেশ শর্মা। ছিলেন অতিরিক্ত মুখ্য সচিব এস পি গোয়েল। একই সাথে ক্রীড়া মুখ্য সচির নবনীত সায়গল, লক্ষ্ণৌর ডিভিশনাল কমিশনার রোশন জেকবের মত অনেকে। একে তো হাইভোল্টেজ ম্যাচ, তার সাথে এত ভিআইপি সমাগম। ম্যাচ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিলো স্টেডিয়াম চত্ত্বর। সকাল থেকে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিলো। পার্কিং-এর ব্যবস্থা বদলে ফেলা হয়েছিলো। যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণ করার জন্য তৎপর ছিলো উত্তরপ্রদেশ পুলিশ’ও। রবিবারের ম্যাচের জন্য দর্শকদের প্রতি নির্দেশাবলী জারি করা হয়েছিলো শনিবারেই। শেষমেশ অবশ্য সুচারুভাবেই সম্পন্ন করা গিয়েছে খেলা। ভারতের জয় দেখার আনন্দ সাথে নিয়ে ঘরে ফিরেছেন সকলে।