ind-vs-nz-williamson-out-of-1st-test

IND vs NZ: এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ খেলছে ভারতীয় দল (Team India)। ১২ অক্টোবর যবনিকা পড়ছে কুড়ি-বিশের সিরিজের। তার দিনকয়েকের মধ্যেই কিউইদের মুখোমুখি হতে চলেছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। তিন ম্যাচের সিরিজের শুরুটা হচ্ছে ১৬ অক্টোবর, বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশকে লাল বলের ফর্ম্যাটে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসের শিখরে রয়েছে ভারতীয় দল। ‘ব্ল্যাক ক্যাপস’দের বিরুদ্ধেও তিনটি টেস্টে যদি জয় ছিনিয়ে নিতে পারেন রোহিত শর্মা’রা তাহলে মসৃণ হয়ে যাবে ২০২৫-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালের পথ। অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে ভারতের লক্ষ্য সেটাই। পক্ষান্তরে কঠিন সমস্যার সম্মুখীন নিউজিল্যান্ড দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য টেস্ট সিরিজ হেরেছে তারা। শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে চোট-আঘাত সমস্যা আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছে তাদের।

Read More: INDW vs SLW: ‘ডু অর ডাই’ ম্যাচে আজ নামছে ভারত, সান্ত্বনার জয়ের খোঁজে শ্রীলঙ্কা’ও !!

চিন্নাস্বামীতে নেই কেন উইলিয়ামসন-

Kane Williamson | Image: Getty Images
Kane Williamson | Image: Getty Images

কুঁচকির চোটে কাবু কিউই ব্যাটিং-এর স্তম্ভ কেন উইলিয়ামসন (Kane Williamson)। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে আহত তারকা’র সুস্থ হয়ে মাঠে নামতে এখনও কিছুটা সময় লাগবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, “শ্রীলঙ্কার বিরুদ্ধে গলে দ্বিতীয় টেস্ট চলাকালীন কুঁচকিতে চোট পান উইলিয়ামসন। ভারতে ব্ল্যাক ক্যাপস টেস্ট স্কোয়াডের সাথে যোগ দেওয়ার আগে তাঁর কয়েকদিনের রিহ্যাব প্রয়োজন রয়েছে।” নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রধান নির্বাচক স্যাম ওয়েলস (Sam Wells) জানিয়েছেন যে তিন ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবেন প্রাক্তন অধিনায়ক কেন (Kane Williamson), কিন্তু চিন্নাস্বামীতে প্রথম ম্যাচটিতে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। “এখন বিশ্রাম ও রিহ্যাব’ই কেন-এর জন্য আদর্শ, না হলে চোট বেড়ে যাওয়ার ঝুঁকি থেকে যাবে…”, জানিয়েছেন ওয়েলস।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্যাম ওয়েলস (Sam Wells) আরও জানিয়েছেন, “আমরা আশাবাদী যে রিহ্যাব যদি ঠিকঠাক হয় তাহলে ভারতসফরের মাঝামাঝি সময়ে কেন উইলিয়ামসন দলের সাথে যোগ দিতে পারবেন। ওনার মত একজন ক্রিকেটারের না থাকা নিঃসন্দেহে হতাশাজনক। কিন্তু এটা অন্য কারও কাছে একটা বড় সুযোগ নিজেকে মেলে ধরার।” জানা গিয়েছে যে উইলিয়ামসনের বিকল্প হিসেবে চিন্নাস্বামী টেস্টের জন্য স্কোয়াডে যুক্ত করা হয়েছে অলরাউন্ডার মার্ক চাপম্যানকে (Mark Chapman)। এখনও অবধি একটিও টেস্ট ম্যাচ খেলেন নি হংকং ছেড়ে নিউজিল্যান্ডের জার্সি গায়ে চাপানো ক্রিকেটার। ভারতের বিরুদ্ধেই (IND vs NZ) টেস্ট অভিষেক হতে পারে তাঁর। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট খেলার পর দেশে ফিরবেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল (Michael Bracewell)। দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। ব্রেসওয়েলের বিকল্প হতে চলেছেন ঈশ সোধি (Ish Sodhi)।

ভারতের বিরুদ্ধে নয়া টেস্ট অধিনায়ক কিউইদের-

Tom Latham and Tim Southee | IND vs NZ | Image: Getty Images
Tom Latham and Tim Southee | Image: Getty Images

উইলিয়ামসন সরে দাঁড়ানোর পর নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক হয়েছিলেন টিম সাউদী (Tim Southee)। ২০২২-এর শেষ দিকে তাঁর কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিলো। দুই বছরের মধ্যেই সরে দাঁড়ালেন তিনি। শ্রীলঙ্কার বিরুদ্ধে (SL vs NZ) গলে হোয়াইটওয়াশ হওয়ার পরই ইস্তফা দেন ডান হাতি পেসার। তাঁর অধীনে ১৪টি টেস্ট ম্যাচ খেলেছে কিউইরা। জিতেছে ৬টি, হেরেছে ৬টি আর ড্র হয়েছে ২টি টেস্ট। সাউদী জমানায় বিদেশের মাঠে একটি ম্যাচও জিততে পারে নি ব্ল্যাক ক্যাপস’রা। নতুন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে টম ল্যাথামের (Tom Latham) নাম। উইকেটরক্ষক-ব্যাটার কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে এর আগে ৯টি টেস্ট ম্যাচে দায়িত্ব সামলেছেন। পূর্ণ সময়ের ‘ক্যাপ্টেন’ হিসেবে তিনি প্রথম দায়িত্ব সামলাবেন ভারতের বিপক্ষেই (IND vs NZ)। সাম্প্রতিক অতীতে নিউজিল্যান্ডের অ্যাওয়ে রেকর্ড বেশ হতশ্রী। তা বদলানোই প্রধান চ্যালেঞ্জ ল্যাথামের।

Also Read: IND vs BAN 2nd T20i Dream 11 Prediction in Bengali: দিল্লী’র মাঠে মুখোমুখি ভারত-বাংলাদেশ, ফ্যান্টাসি ক্রিকেটের যাবতীয় তথ্য জেনে নিন এক ক্লিকে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *