IND vs NZ

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চিন্নাস্বামীতে হারের পর পুণেতে দ্বিতীয় টেস্ট ম্যাচেও বেশ বেকায়দায় টিম ইন্ডিয়া (IND vs NZ)। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড তারা উপহার দিয়েছে প্রতিপক্ষ দল’কে। কিউইরা নিজেদের দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৫৫ রান। যার ফলে চতুর্থ ইনিংসে ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছে ৩৫৯ রান। মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে এর আগে দুটি টেস্ট ম্যাচ আয়োজিত হয়েছে। এখানে চতুর্থ ইনিংসের গড় স্কোর মাত্র ১০৭। সেখানে গড় স্কোরের তিনগুণেরও বেশী রান তাড়া করে জয় ছিনিয়ে নেওয়া যে রীতিমত কষ্টসাধ্য হতে চলেছে তা দিনের আলোর মত পরিষ্কার। অসম্ভব’কে সম্ভব করতে দাপুটে ব্যাটিং দরকার টিম ইন্ডিয়ার। ওপেন করতে নেমে দল’কে শক্ত ভিতের উপর দাঁড় করাতে ব্যর্থ খোদ অধিনায়ক। আউট হয়ে ফিরতেই শুনলেন নেটদুনিয়ার কটাক্ষ।

Read More: IND vs NZ 2nd Test: প্রথম সেশনেই অল-আউট নিউজিল্যান্ড, জয়ের জন্য ভারতের চাই ৩৫৯ রান !!

অফ ফর্মের সাথে লড়াই করতে হচ্ছে রোহিত শর্মা’কে (Rohit Sharma)। বাংলাদেশের বিরুদ্ধে রান পান নি তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছিলেন ৬ রান করে। দ্বিতীয় ইনিংসে একটি অর্ধশতক করলেও পুণেতে ফের দুই ইনিংসেই মুখ থুবড়ে পড়তে হলো তাঁকে। গতকাল ফিরেছিলেন শূন্য করে আর আজ তাঁর সংগ্রহ মাত্র ৮। রক্ষণাত্মক শট খেলতে গিয়ে বাউন্সে পরাস্ত হন ভারতীয় অধিনায়ক। তাঁর বাড়িয়ে দেওয়া ব্যাটের বাইরের কোণ ছুঁয়ে বল আছড়ে পড়ে প্যাডে। তারপর তা জমা পড়ে শর্ট লেগে দাঁড়ানো উইল ইয়ং-এর হাতে। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও টিম ইন্ডিয়াকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেন কিউই অফস্পিনার মিচেল স্যান্টনার (Mitchell Santner)। অস্ট্রেলিয়া সফরের তার আগে রোহিত শর্মা’র এই হতশ্রী ফর্ম চিন্তায় ফেলে দিয়েছে টিম ইন্ডিয়ার ভক্তদের। নেটদুনিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

রোহিতের (Rohit Sharma) টানা ব্যর্থতায় রীতিমত বিরক্ত ক্রিকেটজনতা। ‘কেবল ক্যাপ্টেন বলে একটানা খেলে যাচ্ছেন’ লিখেছেন এক নেটনাগরিক। ‘গেমপ্ল্যানের জন্য যদি রোহিতকে রাখতেই হয় তাহলে মেন্টর করা হোক কারণে মাঠে নেমে খেলতে তো উনি পারছেন না’ স্পষ্ট মন্তব্য আরও একজনের। ‘রোজ রোজ এমনটা চলতে পারে না। আজকাল ভারত ১ উইকেট খুইয়েই যেন ইনিংস শুরু করছে’ ক্ষোভের সুর স্পষ্ট আরও এক নেটিজেনের ট্যুইটার পোস্টে। অফ ফর্মে থাকা রোহিতের অপসারণের দাবী জোরালো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘরোয়া ক্রিকেটে চমৎকার ফর্মে রয়েছেন অভিমন্যু ঈশ্বরণ। নিয়মিত শতরান এমনকি দ্বিশতরান’ও করেছেন। ‘রোহিতকে বাদ দিয়ে এবার গম্ভী্রের উচিৎ অভিমন্যুকে সুযোগ দেওয়া’ টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ এক ক্রিকেটভক্তের।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 2nd Test: “এক জিনিস রোজ চলে না…” মারতে গিয়ে আউট পন্থ, বিষাদের সুর সোশ্যাল মিডিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *