IND vs NZ: “বিহারী বলে সুযোগ নেই…” এই ক্রিকেটারকে জাতীয় দলে না দেখে হার্দিক পান্ডিয়াকে একহাত নিলেন নেটিজেনরা !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলছে ভারতীয় দল। প্রথম ম্যাচটিতে সকলকে চমকে দিয়েই ভারতকে ২১ রানে হারিয়ে দিয়েছিলো কিউইরা। নিউজিল্যান্ড দলের সঙ্গে আসেন নি কেন উইলিয়ামসন। নেই টিম সাউদী, ট্রেন্ট বোল্টও। অস্থায়ী অধিনায়ক হিসেবে দলের নেতৃত্ব দিচ্ছেন মিচেল স্যান্টনার। নিজেদের সেরা অস্ত্রদের ছাড়াই রাঁচিতে ভারতকে নাস্তানাবুদ করে ব্ল্যাক ক্যাপস দল। নিউজিল্যান্ডের তোলা ১৭৬ রানের জবাবে ১৫৫তে শেষ হয় ভারতের ইনিংস। দ্বিতীয় ম্যাচটি ‘ডু অর ডাই’ হয়ে দাঁড়িয়েছিলো ‘টিম ইন্ডিয়া’র কাছে। লক্ষ্ণৌতে চাপে পড়লেও শেষ অবদি অবশ্য ম্যাচ জিতে সিরিজে সমতা ফিরিয়েছেন হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবেরা (Suryakumar Yadav)। রাঁচি হোক বা লক্ষ্ণৌ, দুই ম্যাচেই ভারতীয় একাদশে দেখা যায় নি মুকেশ কুমারকে (Mukesh Kumar)। এর আগে শ্রীলঙ্কা সিরিজেও মুকেশ’কে স্কোয়াডে রাখলেও বল হাতে মাঠে নামার সুযোগ দেন নি অধিনায়ক হার্দিক (Hardik Pandya) বা কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। অন্যান্য পেসাররা যেখানে ব্যর্থ হয়েছেন, সেখানে নবাগত তারকা’কে একটি ম্যাচেও জায়গা দেওয়া হচ্ছে না কেনো? মুকেশের বিপক্ষে অবিচার করা হচ্ছে বলে সরব হয়েছে সমাজমাধ্যম।

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন মুকেশ-

Mukesh Kumar | image: twitter
Bengal pacer Mukesh Kumar is in great form in domestic cricket

জন্ম বিহারের গোপালগঞ্জে হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। অল্প বয়সে ক্রিকেটের টানে পাশের রাজ্য থেকে এসেছিলেন কলকাতায়। তারপর ‘সিটি অফ জয়’-ই এখন তাঁর ঘরবাড়ি। বাংলার হয়ে খেলেই ভারত-এ দলের প্রতিনধিত্ব করেছেন তিনি। বর্তমানে কড়া নাড়ছেন সিনিয়র জাতীয় দলের দরজায়। বাংলা দলের ট্রায়ালে মুকেশকে মনে ধরেছিলো কোচ রণদেব বোসের (Ranadeb Bose)। তাঁর হাত ধরেই উত্থান এই ডান হাতি পেসারের। ঘরোয়া ক্রিকেটে বাংলা দলের জার্সিতে রঞ্জি ফাইনাল খেলেছেন তিনি। ২০১৫ সালে অভিষেক হয় তাঁর। এখনও অব্দি ৩৩ প্রথম শ্রেণির ম্যাচে ১২৩ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া টি-২০ তে ২৩ ম্যাচে রয়েছে ২৫ উইকেট। ভারত-এ দলের হয়ে নিউজিল্যান্ড-এ দলের বিরুদ্ধেও দারুণ পারফর্ম্যান্স ছিলো তাঁর। হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারী। ধারাবাহিক ভালো পারফর্ম করায় প্রথমবারের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সিনিয়র জাতীয় দলে ডাকা হয়েছিলো তাঁকে। তিন ম্যাচের একটিতেও সুযোগ দেওয়া হয় নি মুকেশ’কে (Mukesh Kumar)। অর্শদীপ সিং শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে পাঁচটি নো-বলসহ বেহিসেবী বোলিং করলেও তাঁর ওপরেই আস্থা দেখিয়েছিলেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya) এবং কোচ দ্রাবিড় (Rahul Dravid)। নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-২০তে ডাক পেয়েছেন মুকেশ। কিন্তু প্রথম দুই ম্যাচে বাইরে বসেই সময় কেটেছে তাঁর।

অটোওয়ালার সন্তান থেকে আইপিএল-এর মঞ্চে-

Mukesh Kumar | image: twitter
Delhi Capitals bought Mukesh Kumar for whooping 5.5cr

মুকেশ কুমারের (Mukesh Kumar) বাবা পেশায় একজন অটো ড্রাইভার। ক্রিকেটের পাশাপাশি ঘর চালানোর জন্য একটা চাকরি খুঁজতে বিহার ছেড়ে কলকাতায় এসেছিলেন মুকেশ। আর এখন তিনি কোটিপতি ক্রিকেট লীগের সদস্য। ঘরোয়া টি-২০ তে ২৩ ম্যাচে রয়েছে ২৫ উইকেট। ইকোনমিও বেশ ভালো। মাত্র ৭.২০। গত মরসুমে তিনি দিল্লী ক্যাপিটালসের (DC) নেট বোলার হিসেবে সুযোগ পেয়েছিলেন। প্রথম দলের তারকা ব্যাটারদের প্র্যাক্টিসে সাহায্য করাই তাঁর কাজ ছিলো ক্যাপিটালসের নেটে। সেখানে তাঁকে দেখে কর্তৃপক্ষের যে বেশ মনে ধরেছিলো তা বেশ বোঝা গেলো গত ২৩ ডিসেম্বরের মিনি নিলামে। মুকেশের (Mukesh Kumar) বেস প্রাইস ছিলো মাত্র ২০ লাখ। রীতিমত নিলামযুদ্ধ দেখা গেলো তাঁকে নিয়ে। ৫.৫ কোটিতে দিল্লী দলে সই করলেন তিনি। মুকেশকে দলে নিতে লড়াইতে ছিলো চেন্নাই সুপার কিংস (CSK) এবং পাঞ্জাব কিংসও(PBKS)। দুই কিংস দলকে হারিয়ে শেষ হাসি অবশ্য ক্যাপিটালসদেরই।

ভারতীয় দলে কেন নেই মুকেশ? হার্দিক’কে প্রশ্ন নেটিজেনদের-

Hardik Pandya | image: twitter

শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ড সিরিজেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে বসেই সময় কাটবে মুকেশের (Mukesh Kumar)। প্রথম দুই ম্যাচে তাঁকে খেলানোর কথা ভাবে নি ভারতীয় দল। তৃতীয় ম্যাচেও সম্ভবত জায়গা হচ্ছে না তাঁর। অর্শদীপ সিং, উমরান মালিকরা এই সিরিজেও রান খরচ করেছেন বিস্তর। প্রথম ম্যাচে অর্শদীপের বেহিসেবী বোলিং-এর জন্যই হারতে হয়েছে ভারতকে। শেষ ওভারে ২৭ রান খরচ করেন তিনি। চার ওভারে দেন ৫১ রান। এর সাথে রয়েছে নো-বলের সমস্যা। গতি থাকলেও রান খরচের হাত রয়েছে উমরানেরও (Umran Malik)। প্রথম ম্যাচে এক ওভারের বেশী তাঁর হাতে বল তুলে দিতে পারেন নি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। যেখানে অন্যান্য পেসাররা সুযোগ পেয়েও ব্যর্থ হচ্ছেন, সেখানে মুকেশের জায়গা হচ্ছে না কেনো? কেনো আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে ব্যবহার করে দেখছে না ভারতীয় দল, সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। নেটমাধ্যমে তোপের মুখে পড়েছেন কোচ দ্রাবিড় এবং অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। বিহারে জন্ম বলেই বঞ্চানার শিকার মুকেশ (Mukesh Kumar)। প্রাদেশিকতার অভিযোগ তুলেছেন অনেকে।

দেখে নিন ট্যুইটারচিত্র-

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *