IND vs NZ: “হার্দিকের ইগোর জন্যই দলে নেই পৃথ্বী…” দ্বিতীয় ম্যাচের একাদশ সামনে আসতেই নেটমাধ্যমে তোপের মুখে অধিনায়ক!! 1

IND vs NZ: লক্ষ্ণৌর মাঠে আজ টি-২০ সিরিজে টিকে থাকার লড়াই ভারতের। নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে ৩-০ হোয়াইটওয়াশ করে যে ফর্মের শিখরে ছিলো ভারতীয় দল, সেখান থেকে একধাক্কায় হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদবদের রুক্ষ জমিতে এনে ফেলেছে প্রথম টি-২০তে হার। রাঁচিতে কিউইদের কাছে ২১ রানে পরাজয় স্বীকার করে নিতে হয়েছে ‘টিম ইন্ডিয়া’কে। প্রথম ইনিংসে ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, ড্যারিল মিচেলদের চওড়া ব্যাটে ভর করে ১৭৬ রান তুলেছিলো নিউজিল্যান্ড। জবাবে ভারতীয় ইনিংস শেষ হয় ১৫৫ রানে। ব্ল্যাক ক্যাপস দলের স্পিনারদের সামনে সেইদিন অসহায় লেগেছিলো ভারতের ব্যাটারদের। সূর্যকুমার (Suryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) প্রত্যাঘাতের চেষ্টা করলেও যথেষ্ট ছিলো না তা। ১-০ ফলে ইতিমধ্যেই পিছিয়ে ভারত। আজ হারলে ঘরের মাঠে সিরিজ খোওয়ানোর লজ্জা বইতে হবে ‘মেন ইন ব্লু’কে। মান বাঁচাতে তাই জিততে মরিয়া ক্রিকেটাররা। অপরপক্ষে একদিনের সিরিজে খড়কুটোর মত উড়ে যাওয়ার পর টি-২০ সিরিজ জিতে সন্মানরক্ষার লড়াই নিউজিল্যান্ডের’ও। আন্তর্জাতিক ক্রিকেটের দুই হেভিওয়েট দলের ‘মাস্ট উইন’ ম্যাচে টস জিতলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার (Mitchell Santner)।

প্রত্যাবর্তন কুল-চা’র, আজও দলের বাইরে পৃথ্বী-

pRITHVI sHAW | image: twitter
Prithvi Shaw still could not find a place for himself in the Indian starting line-up

রাঁচিতে ম্যাচ হেরে লক্ষ্ণৌ’তে এসেছে ভারতীয় দল। এই ম্যাচের গুরুত্ব জানেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। টসের সময় জানালেনও সেই কথা। সঞ্চালক রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে জানান, “আমাদের দল তরুণ ক্রিকেটারে ভর্তি। চেয়েছিলাম চাপের সম্মুখীন হলে দল কেমন প্রতিক্রিয়া জানায় তা দেখতে। এর থেকে বেশী চাপ আর কি হতে পারে?” গত ম্যাচে টার্নিং উইকেটে অতিরিক্ত পেসার খেলিয়ে ডুবেছিলো ‘টিম ইন্ডিয়া।’ আজ অবশ্য উমরান মালিককে বাইরে রেখে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal) আরও একটা সুযোগ দিয়েছেন কোচ দ্রাবিড় (Rahul Dravid)। চাহাল এবং কুলদীপের (Kuldeep Yadav) জুটি কিছু বছর আগেও প্রতিপক্ষের কাছে ত্রাস ছিলো। আজ বহুদিন পর টি-২০ ক্রিকেটে একসাথে খেলতে দেখা যাবে দু’জনকে। কুল-চা জুটির প্রত্যাবর্তন নিয়ে খুশি হলেও পৃথ্বী শ’কে (Prithvi Shaw) প্রথম একাদশের বাইরে দেখে আরও একবার ক্ষোভ জানালেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ঘরোয়া ক্রিকেটে রান করেছেন পৃথ্বী, রান করেছেন আইপিএলেও। তবুও দীর্ঘদিন জাতীয় দলের পরিসরের বাইরে ছিলেন মুম্বইয়ের তরুণ ব্যাটার। অবশেষে নিউজিল্যান্ড সিরিজে স্কোয়াডে ফিরলেও প্রথম একাদশের দরজা বন্ধই রইলো তাঁর কাছে। একদিনের ক্রিকেট এবং টেস্টে দুরন্ত ফর্মে থাকলেও আন্তর্জাতিক টি-২০তে বিশেষ সুবিধা করতে পারেন নি শুভমান গিল (Shubman Gill)। গত ম্যাচেও মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন। গিল’কে বাইরে রেখে পৃথ্বী’কে (Prithvi Shaw)  জায়গা দেওয়ার দাবী উঠেছিলো গত ম্যাচের পরাজয়ের পর। সেই দাবীতে বিশেষ কর্ণপাত করলো না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হার্দিকের আইপিএল দল গুজরাত টাইটান্সে খেলেন শুভমান গিল (Shubman Gill)। সেই কারণেই গিলের প্রতি পক্ষপাতিত্ব করছেন তিনি। অবিচার হচ্ছে পৃথ্বী’র (Prithvi Shaw)  সাথে। আজকের একাদশ সামনে আসার পর এমন দাবীও উঠতে দেখা গেলো সমাজমাধ্যমে।

দেখে নিন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *