IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টি-২০ সিরিজ এসে দাঁড়িয়েছে নাটকীয় মোড়ে। প্রথম ম্যাচে ২১ রানে জয় পেয়েছে কিউইরা। একদিনের সিরিজে ভারতের ৩-০ জয়ের পর কুড়ি-বিশের সিরিজেও ‘টিম ইন্ডিয়া’র সহজ জয় আশা করেছিলেন ক্রিকেটবোদ্ধারা। কিন্তু সকল হিসেবনিকেশ উলটে দুরন্ত প্রত্যাঘাত করে ব্ল্যাক ক্যাপস দল। লক্ষ্ণৌতে ভারত জয় পেলেও বিস্তর ঘাম ঝরাতে হয়েছিলো হার্দিক, শুভমানদের। মাত্র ১০০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নামলেও, জয়ের জন্য অপেক্ষা করতে হয়েছিলো শেষ ওভার অব্দি। দুই ম্যাচের পর ফলাফল ১-১। আজকের ম্যাচ সেই কারণে কার্যত পরিণত হয়েছে ফাইনালে। হাড্ডহাড্ডি ম্যাচে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক হার্দিক। ঈশান কিষণ (Ishan Kishan) কম রানে ফিরলেও ভারত ঘুরে দাঁড়িয়েছিলো শুভমান গিল এবং রাহুল ত্রিপাঠীর সৌজন্যে। চার নম্বরে নেমে গত ম্যাচে জয় এনে দিয়েছিলেন সূর্যকুমার যাদব। বিশ্ব ক্রমতালিকায় পয়লা নম্বরে থাকা সূর্যকুমারের (Suryakumar Yadav) থেকে বড় রানের ইনিংস চেয়েছিলো ক্রিকেটজনতা। আশা জাগিয়ে শুরু করলেও সূর্যকুমারকে আজ থামিয়ে দিলো মাইকেল ব্রেসওয়েলের এক অসামান্য ক্যাচ।
পয়া মাঠে সূর্যের দ্যুতি ম্লান ব্রেসওয়েলের ক্যাচে-

আহমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামেই ভারতের জার্সি গায়ে প্রথমবার মাঠে নেমেছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম বলে জোফ্রাআর্চারকে ফাইন লেগের ওপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন বাউন্ডারির বাইরে। প্রথমবার ভারতের হয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কার পেয়েছিলেন এই মাঠেই। পয়া মাঠে আরও একটা বড় ইনিংসের আশা নিয়েই আজ বাইশ গজে এসেছিলেন ‘মিস্টার ৩৬০।’ একটি চার এবং দুই ছক্কায় বুঝিয়ে দিয়েছিলেন ছন্দেই রয়েছেন তিনি। সূর্যের থেকে আরও একটা ‘ভিডিও গেম’ ইনিংস দেখার আশায় যখন আহমেদাবাদ প্রস্তুত হচ্ছে, তখনই ছন্দপতন হতে দেখা গেলো আজ। ব্লেয়ার টিকনারকে ফাইন লেগের ওপর ছক্কা মেরে আত্মবিশ্বাসী ছিলেন সূর্য (Suryakumar Yadav)। ১৩তম ওভারের দ্বিতীয় বলটিকে মিড অনের ওপর দিয়ে মারতে গিয়েছিলেন। তবে শটের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় সামনে ডাইভ মেরে বল তালুবন্দী করলেন মাইকেল ব্রেসওয়েল (Micheal Bracewell)। ১৩ বলে ২৪ রান করে আজ সাজঘরে ফিরলেন সূর্যকুমার যাদব। শুভমান গিল, রাহুল ত্রিপাঠীর বড় ইনিংসের পর সূর্যকুমারের (Suryakumar Yadav) ক্যামিও আজ ভারতকে নিশ্চিতভাবেই বড় স্কোরের দিকে এগিয়ে দিলো।
দেখে নিন সূর্যকুমারের উইকেটটি-
— pratyay dey (@DeyPratyay) February 1, 2023