IND vs NZ: শ্রীলঙ্কাকে পরাজিত করার পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ইতিমধ্যেই একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। হায়দ্রাবাদ এবং রায়পুরের মাঠে দুটি ম্যাচেই কঠিন প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে বাজিমাত করেছেন রোহিত শর্মা অ্যান্ড কোং। প্রথম ম্যাচে ব্যাট হাতে নায়ক যদি হন তরুণ শুভমান গিল (Shubman Gill), তাহলে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে ভারতের সহজ জয় পাওয়ার নেপথ্য নায়ক অভিজ্ঞ পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। তারুণ্য এবং অভিজ্ঞতার এই অসামান্য মেলবন্ধন বিশ্বকাপের বছরে আপাতত স্বস্তিতে রেখেছে ভারতীয় দলকে। সিরিজ ইতিমধ্যেই জিতে যাওয়ায় ইন্দোরের তৃতীয় একদিনের ম্যাচটি হয়ে পড়েছে কেবলই নিয়মরক্ষার। ভারতের মাটিতে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বপ্ন যে এবারও পূরণ হবে না তা এখন থেকেই জেনে গিয়েছেন ডেভন কনওয়ে, টম ল্যাথামরা (Tom Latham)। অন্যদিকে ভারতের জন্য সামনেই রয়েছে বর্ডার-গাওস্কর ট্রফি। সেখানে দুর্দান্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে হবে ‘মেন ইন ব্লু’কে। প্যাট কামিন্স (Pat Cummins), স্টিভ স্মিথদের (Steve Smith) বিপক্ষে ভারতীয় ক্রিকেটাররা যাতে তরতাজা থাকেন, সেটাই চাইবে টিম ম্যানেজমেন্ট। সেহেতু ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে সিনিয়র ক্রিকেটারদের। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে অধিনায়ক রোহিত (Rohit Sharma) বাইরে গেলে নয়া নেতাকে দল পরিচালনা করতে দেখাও আশ্চর্যের হবে না।
বিশ্রামে রোহিত-হার্দিক? নয়া নেতার খোঁজে দল-

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নেওয়ার পর এখন পুরোপুরি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজেই ফোকাস করছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আগামী ৯ ফেব্রুয়ারী নাগপুরের জামথা স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম টেস্ট। এরপর দিল্লী, ধর্মশালা এবং আহমেদাবাদে আরও তিনটি টেস্ট রয়েছে। বেশ কিছুদিন অফ ফর্মের সাথে যুদ্ধ করার পর সদ্যই ব্যাট হাতে রানের বৃত্তে ফেরার ইঙ্গিত দিয়েছেন হিটম্যান। অতিরিক্ত ক্রিকেটের ধকলে সেই ছন্দ বিঘ্নিত করতে চাইবেন না তিনি। অস্ট্রেলিয়া সিরিজে ভালো ফল হলে জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার দরজা খুলতে পারে ভারতের সামনে। সেই দিকেও লক্ষ্য রয়েছে ভারত অধিনায়কের। সবদিক খতিয়ে দেখে ইন্দোরের ম্যাচে রোহিতের বাইরে থাকার সম্ভাবনা প্রবল। রোহিত না খেললে সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) কি প্রথমবার ODI ম্যাচে ভারতের অধিনায়কত্ব করবেন? নিশ্চিত করে বলা যাচ্ছে না তাও। রোহিত-বিরাটদের অনুপস্থিতিতে হার্দিককেই টি-২০ ক্রিকেটে ‘টিম ইন্ডিয়া’র অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। বছরের গোড়া থেকে একটানা খেলে চলেছেন পান্ডিয়া। প্রথমে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ, একদিনের সিরিজ, আবার কিউইদের বিপক্ষে ODI ম্যাচেও খেলছেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও অধিনায়কত্ব করার কথা তাঁর। হার্দিকের (Hardik Pandya) ওয়ার্কলোড বা ক্রিকেটের চাপ কমাতে ইন্দোরের আপাত গুরুত্বহীন ম্যাচে বাইরে রাখা হতে পারে তাঁকেও। সেক্ষেত্রে একজন নয়া অধিনায়কের প্রয়োজন পড়বে ভারতীয় দলের।
এই ক্রিকেটার হতে পারেন ভারতের নতুন ক্যাপ্টেন-

ইন্দোরের হোলকার স্টেডিয়ামে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া দু’জনেই যদি বিশ্রামের পথে হাঁটেন তাহলে তাঁদের শূন্য জায়গা পূরণ করতে একজন নতুন নেতাকে বেছে নিতে হবে ভারতকে। অধিনায়ক হিসেবে এইদিন অভিষেক হতে পারে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। এর আগে ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। বছর ৩২ এর সূর্যকুমার ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এই মুহূর্তে। নেতৃত্ব দেওয়ার সহজাত দক্ষতাও রয়েছে তাঁর। ভারতীয় টি-২০ দলের নয়া সহ-অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সিরিজের আগে বেছে নেওয়া হয়েছে তাঁকে। সর্বোপরি রোহিত-হার্দিকের অনুপস্থিতিতে যিনি অধিনায়ক হতে পারতেন সেই কে এল রাহুল (KL Rahul) বর্তমানে ব্যক্তিগত কারণে রয়েছেন দলের বাইরে। তাই ইন্দোরে ‘টিম ইন্ডিয়া’র নীল জার্সিতে টস করতে সূর্যকুমারকে (Suryakumar Yadav) মাঠে নামতে দেখলে অবাক হওয়ার কোনো কারণ থাকবে না।