IND vs NZ: টি-২০তে ফের ব্যর্থ হলেন শুভমান গিল ! শুরুতেই উইকেট তুলে ভারতের ওপর চাপ বাড়ালেন ব্রেসওয়েল !! 1

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে হারতে হয়েছে ভারত’কে। রাঁচিতে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল’কে ২১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ফলে গিয়ে গিয়েছেন কিউইরা। দেশের মাঠে সিরিজ হারার লজ্জা এড়াতে আজকের দ্বিতীয় ম্যাচটি তাই জেতা একান্ত প্রয়োজন ‘টিম ইন্ডিয়া’র। গত ম্যাচে ভারতকে স্পিনের ফাঁসে জড়িয়ে নাস্তানাবুদ করেছিলো ‘ব্ল্যাক ক্যাপস’রা। আজ লক্ষ্ণৌ’তে স্পিনকে হাতিয়ার করেই প্রতিপক্ষকে চাপে ফেলার চেষ্টা দেখা গেলো ভারতীয় দলের। দ্বিতীয় ম্যাচে ভারত সুযোগ দিয়েছিলো যুজবেন্দ্র চাহাল’কে। চাহাল-কুলদীপের জুটিকে আরও একবার সফল হতে দেখা গেলো আজ। ভারতের স্পিনারদের সামনে মাত্র ৯৯ রানেই থামলো কিউইদের ইনিংস। স্কোরবোর্ডে পুঁজি কম, সেই কারণে শুরুতেই উইকেট প্রয়োজন ছিলো নিউজিল্যান্ডের। প্রাথমিক লক্ষ্যে পৌঁছাতে সফল তারা। মাইকেল ব্রেসওয়েলের বলে উইকেট হারালেন শুভমান গিল (Shubman Gill)।

টি-২০ তে চলছে না শুভমানের ব্যাট-

Shubman Gill | image: twitter
Shubman Gill falls early in the 2nd T20 between India and New Zealand

বাংলাদেশে টেস্ট সেঞ্চুরি করেছেন সদ্য। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে অপ্রতিরোধ্য লেগেছে শুভমান গিল’কে (Shubman Gill)। কিন্তু ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে সেরা ছন্দের ধারাকাছেও দেখা যাচ্ছে না তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে টি-২০তে অভিষেক হয়েছিলো তাঁর। একটি ৩৬ বলে ৪৬ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কোনো রান নেই শুভমানের ব্যাটে। গত ম্যাচে ৭ রান করে আউট হয়েছিলেন। আজকে করলেন ৯ বলে ১১ রান। কুড়ি-বিশের ক্রিকেটে ব্যাকফুটে শুভমানের দুর্বলতা বারবার ধরা পড়ে যাচ্ছে। আজও অফস্পিনার মাইকেল ব্রেসওয়েলের (Micheal Bracewell) বলে ব্যাকফুটে গিয়ে পুল মারতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন শুভমান। ব্যাকওয়ার্ড স্কোয়্যার লেগে দাঁড়ানো ফিন অ্যালেন ক্যাচ তালুবন্দী করতে কোনো ভুল করেন নি। আজকের ম্যাচ জিতলে সিরিজ জিতে নেবে নিউজিল্যান্ড দল। ব্যাট হাতে যথেষ্ট রান করতে না পারায় ম্যাচ জিততে উইকেট তোলার দিকে ঝাঁপানোই এখন একমাত্র রাস্তা কিউইদের কাছে। শুভমান শুরুতেই ফিরিয়ে ম্যাচ জমিয়ে দিলেন ব্রেসওয়েল (Michela Bracewell)

দেখে নিন শুভমানের উইকেটটি-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *