IND vs NZ: বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্ট ম্যাচ শুরু হওয়ার কথা ছিলো গতকাল। কিন্তু বৃষ্টির কারণে এক বল’ও এগোতে পারে নি খেলা। পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়ার’রা। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন আবহাওয়ার খানিক উন্নতি হওয়ায় মাঠে নামেন ক্রিকেটাররা। টসে জিতে প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পরিসিংখ্যানও জানাচ্ছিলো যে চিন্নাস্বামীতে প্রথম ব্যাটিং হতে পারে সঠিক পদক্ষেপ। ২৫ টেস্টের মধ্যে যে ১৫টিতে ফলাফল দেখা গিয়েছে এখানে তার মধ্যে ১০টিতে জয় পেয়েছে প্রথম ব্যাটিং করা দল। কিন্তু আজকের বৃষ্টিভেজা পরিস্থিতিতে ব্যাটিং-এর সিদ্ধান্তই আপাতত ব্যুমেরাং হয়ে ফিরেছে ভারতের দিকে। রোহিত-কোহলি (Virat Kohli) দাগ কাটতে পারেন নি আজ। পারলেন না সরফরাজ খান’ও (Sarfaraz Khan)।
Read More: খাতা খুলতে ব্যার্থ কিং কোহলি, উইলিয়াম ও’রোর্কের বলে ফিরলেন প্যাভিলিয়নে !!
ঘাড়ের পেশিতে টান ধরায় বেঙ্গালুরুতে একাদশে নেই শুভমান গিল (Shubman Gill)। ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) সিরিজের প্রথম টেস্টে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। শুভমানের অভাব ঢাকতে ব্যাটিং অর্ডারেও কিছু রদবদল করতে হয়েছে কোচ গম্ভীরকে। তিনে নামানো হয়েছিলো কোহলিকে। সরফরাজ (Sarfaraz Khan) পেয়েছিলেন পছন্দের চার নম্বরে খেলার সুযোগ। কিন্তু তা কাজে লাগাতে পারলেন না তিনি। কঠিন পরিস্থিতিতে অহেতুক আগ্রাসী হতে গিয়ে খুইয়ে এলেন উইকেট। পিচের ভিজে ভাব’কে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং করছেন কিউই পেস ত্রয়ী। টিম সাউদী ফিরিয়েছেন রোহিত শর্মা’কে। ইনস্যুইং-এ পরাস্ত ভারত অধিনায়ক। আর ও’রুরকি’র (William O’Rourkee) বাউন্সে বিভ্রান্ত হয়েছেন বিরাট। ম্যাট হেনরী’র গতির তারতম্য ধরতে না পেরে উইকেট হারালেন সরফরাজ।
দশম ওভারের চতুর্থ ডেলিভারিটিকে বাউন্ডারিতে পাঠাতে চেয়েছিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। ক্রিজ থেকে অনেকটা এগিয়ে এসে সজোরে ব্যাট চালান মুম্বইয়ের তরুণ। কিন্তু শটে নিয়ন্ত্রণ ছিলো না তাঁর। হাতেই ঘুরে যায় ব্যাট’টি। এক্সট্রা কভার অঞ্চলে ফিল্ডিং করছিলেন ডেভন কনওয়ে (Devon Conway)। নিজের শরীরটাকে ডান দিকে অনেকখানি শূন্যে ভাসিয়ে একহাতে দুর্দান্ত ক্যাচ তালুবন্দী করেন তিনি। কনওয়ের অসামান্য ক্যাচ দিয়ে বিস্মিত হন তাঁর সতীর্থরা। বিস্ময় ছিলো সরফরাজের চোখেমুখেও। ইরানী কাপে দ্বিশতরান করে আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু আজ বেঙ্গালুরু টেস্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ৩ বলে ০ করেই সাজঘরে ফিরতে হলো তাঁকে। মাত্র ১০ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ঘোর সমস্যার মুখে ভারতীয় দল। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ ও যশস্বী জয়সওয়াল। ফের বৃষ্টি শুরু হওয়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা।