IND vs NZ: “কৃতিত্ব প্রাপ্য আমাদের বোলারদের…” হারলেও দলের খেলায় তৃপ্ত কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার !! 1

IND vs NZ:একদিনের সিরিজে যে নিউজিল্যান্ডকে দেখেছিলো ক্রিকেটবিশ্ব, ফর্ম্যাট বদলাতেই যেন সম্পূর্ণ উধাও তারা। টম ল্যাথামের নেতৃত্বাধীন দল’কে ৩-০ ফলে হোয়াইটওয়াশ করেছিলো ভারতীয় দল। ব্যাটিং-বোলিং হোক বা ফিল্ডিং, ‘টিম ইন্ডিয়া’র সামনে খড়কুটোর মত উড়ে গিয়েছিলেন কিউইরা। কিন্তু মিচেল স্যান্টনারের অধিনায়কত্বে এই টি-২০ দল যে আলাদা ধাতুতে গড়া, তার প্রমাণ প্রতিটি ম্যাচে দিচ্ছে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে সবাইকে চমকে দিয়ে ২১ রানে ভারতকে হারিয়ে দিয়েছিলেন ব্রেসওয়েল (Micheal Bracewell), ঈশ সোধিরা। স্পিনের জাদুতে ভারতীয় ব্যাটিং-এর রথী-মহারথীদের বোতলবন্দী করেছিলেন ব্ল্যাক ক্যাপসরা। আর আজ লক্ষ্ণৌতে দ্বিতীয় ম্যাচে পরাজিত হতে হলেও মাত্র ১০০ রানের লক্ষ্যমাত্রা পার করতে ভারতকে শেষ ওভার অব্দি টেনে নিয়ে গেলেন কিউইরা। টসে জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিলেন নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার (Mitchell Santner)। লক্ষ্ণৌর ঘূর্ণি পিচে ব্যাটারদের যে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে তা কিউই ইনিংসের শুরু থেকেই পরিষ্কার ছিলো। টি-২০ কে প্রায়ই বলা হয় ব্যাটসম্যানদের খেলা। তবে আজ বাইশ গজে ছড়ি ঘোরালেন বোলাররা। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১০০ রানের লক্ষ্য তাড়া করতে ঘাম ঝরাতে হলো ভারতকেও। সিরিজ এই মুহূর্তে ১-১ রয়েছে। হারলেও আশাহত নন স্যান্টনার (Mitchell Santner)। বরং দলের খেলা নিয়ে তৃপ্তির সুর শোনা গেলো নিউজিল্যান্ড অধিনায়কের গলায়।

আর ১০-১৫ রান যদি থাকত, আক্ষেপ স্যান্টনারের-

IND vs NZ | image: twitter
New Zealand skipper Mitchell Santner praised his bowlers for their brave display against India

একদিনের সিরিজে যেভাবে ভারত আগাগোড়া আধিপত্য রেখে উড়িয়ে দিয়েছিলো নিউজিল্যান্ড’কে, কুড়ি-বিশের সিরিজ শুরুর সময় তাদের বিশেষ গুরুত্ব দেন নি কোনো বিশেষজ্ঞ’ই। একপেশে খেলার অপেক্ষাতেই ছিলেন সকলে। ভারতের মাঠে ভারতকে হারানো কতটা কঠিন সেই নিয়েই আলোচনা চলছিলো বিশ্বের ক্রিকেটমহলে। তবে হারার আগে হেরে বসতে কিউইরা যে ভারতে আসেন নি তা কুড়ি-বিশের ক্রিকেটে বুঝিয়ে দিলেন স্যান্টনার, সোধিরা।। প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ভারতের মুখের গ্রাস প্রায় কেড়ে নিয়েছিলো ‘ব্ল্যাক ক্যাপস’রা। শেষমেশ টানা দুই জয় তুলে নিতে না পারলেও দলের খেলায় খুশি নিউজিল্যান্ড অধিনায়ক স্যান্টনার (Mitchell Santner)। ম্যাচ শেষে সঞ্চালকের প্রশ্নের জবাবে কিউই দলপতি জানান, “একটা দুর্দান্ত ক্রিকেট ম্যাচ হলো। খেলাটা যে এত হাড্ডাহাড্ডি হলো তার জন্য আমাদের বোলারদের কৃতিত্ব প্রাপ্য। আর ১০ বা ১৫ রান যদি স্কোরবোর্ডে থাকত, হয়ত ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।” ম্যাচ হারলেও প্রতিপক্ষকে সন্মান জানাতে ভোলেন নি স্যান্টনার (Mitchell Santner)। বলেন, “যেভাবে হার্দিক এবং সূর্যকুমার মাথা ঠাণ্ডা রেখে খেললো সেটা দুর্দান্ত।” আজকের ম্যাচে ১৭ ওভার স্পিনারদের দিয়ে বল করিয়েছেন তিনি। গেম প্ল্যান ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “আজ ১৬ বা ১৭ ওভার স্পিনাররা বল করলো। অবশ্যই এটা বেশ আলাদা একটা ব্যাপার। পিচে বাউন্স ছিলো। কঠিন উইকেট ছিলো। এখানে স্কোরবোর্ডে কত রান যথেষ্ঠ তা বোঝার উপায় ছিলো না। হয় ১২০ রান তুলতে পারলে ভালো হত।”

 

 

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *