IND vs NZ

IND vs NZ: গতকাল থেকে শুরু হওয়ার কথা ছিলো ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্ট ম্যাচটি। কিন্তু বৃষ্টির কারণে এক বল’ও এগোয় নি খেলা। আজ অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন আবহাওয়ার খানিক উন্নতি হওয়ায় শুরু করা গিয়েছে ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। প্রত্যাশামতই ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও যশস্বী জয়সওয়াল। সদ্যসমাপ্ত বাংলাদেশ সিরিজে ‘মেন ইন ব্লু’ যে ক্রিকেট উপহার দিয়েছিলো, তাতে কিউইদের বিপক্ষেও তাদেরই ফেভারিট তকমা দিয়েছিলেন বিশেষজ্ঞরা। নিউজিল্যান্ডের সাম্প্রতিক অফ ফর্ম’ও তাদের খানিক পিছনে ঠেলে দিয়েছিলো। তবে পরিসংখ্যান যে শেষ কথা বলে না তা আবারও প্রমাণ হলো আজ। ইনিংসের গোড়াতেই রোহিত আউট হওয়ায় চাপ বাড়লো ভারতের উপরেই।

Read More: IND vs NZ, 1ST TEST 2024 TOSS REPORT: টস জিতলো ভারত, একাদশে দুটি পরিবর্তন এনে চমকে দিলেন ক্যাপ্টেন রোহিত !!

বাংলাদেশ সিরিজেও (IND vs BAN) রোহিতের ফর্ম নিয়ে প্রশ্নচিহ্ন ছিলো। আজ বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ভারত অধিনায়কের ব্যর্থতা ফের একবার আশাহত করলো অনুরাগীদের। বৃষ্টির কারণে ভিজে কিছুটা ভিজে ভাব রয়েছে। নতুন বল হাতে পরিস্থিতির ফায়দা তুলছেন টিম সাউদী, ম্যাট হেনরীরা। শুরু থেকেই স্যুইং-এ বিভ্রান্ত হচ্ছিলেন রোহিত ও যশস্বী। একবার জোরদার লেগ বিফোরের আপিল থেকে রক্ষা পান হিটম্যান। কিন্তু তার পরেও ইনিংস আর দীর্ঘায়িত করা হলো না তাঁর। সাম্প্রতিক সময়ে স্বার্থহীন ক্রিকেট খেলার কথা প্রায়শই বলে থাকেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলতে গিয়েই উইকেট ছুঁড়ে দিয়ে এলেন তিনি। সাউদীকে (Tim Southee) চেয়েছিলেন মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকাতে। কিন্তু দুরন্ত ইনস্যুইং রোহিতের ব্যাটের নাগাল এড়িয়ে স্টাম্প ভেঙে দেয়।

মাত্র ২ রানে আউট হয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ভারত অধিনায়কের এই হতাশাজনক পারফর্ম্যান্সে ক্ষোভ বাড়ছে নেটিজেনদের মধ্যে। ‘পরিস্থিতি একটু কঠিন হলেই নড়বড়ে লাগে রোহিতকে’, লিখেছেন একজন। ‘এভাবে আর কতদিন? এর চেয়ে তো অবসর নিলেই হয়’ মন্তব্য আরেক ক্রিকেটপ্রেমীর। ‘সব সময় ধুমধাড়াক্কা ব্যাট চালালে যে চলে না এই বোধটাই এদের নেই’ কটাক্ষের সুর তীব্র আরও এক নেটনাগরিকের মন্তব্যে। ‘অধিনায়ক এতটা দায়িত্বজ্ঞানহীন কি করে হতে পারেন?’ রীতিমত প্রশ্নের মুখে পড়তে হয়েছে রোহিত শর্মা’কে। সামনেই রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফি। তার আগে অধিনায়কের হতশ্রী ফর্ম চিন্তায় ফেলেছে সমর্থকদের। ‘এমন চললে অস্ট্রেলিয়ায় প্রতি ম্যাচে ০-১ থেকে শুরু করতে হবে’ আক্ষেপের সুর স্পষ্ট এক নেটিজেনের পোস্টে।

দেখে নিন ট্যুইটচিত্র-

Also Read: ৬,৬,৬,৬,৬,৬… ঝড়ের গতিতে ব্যাটিং করলেন বেন স্টোকস, ১৬৩ বলেই হাঁকালেন ডবল হান্ড্রেড !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *