IND vs NZ

IND vs NZ: গতকাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিলো ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) টেস্টের প্রথম দিনের খেলা। আজ আবহাওয়ার খানিক উন্নতি হওয়ায় মাঠে নেমেছেন ক্রিকেটাররা। টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। ব্যুমেরাং হয়ে ফিরেছে সেই পদক্ষেপ। মেঘলা আবহাওয়ায় পিচের ভিজে ভাব’কে কাজে লাগিয়ে জ্বলে ওঠেন নিউজিল্যান্ডের পেস ত্রয়ী। কোনো রকম প্রতিরোধই গড়ে তুলতে পারেন নি টিম ইন্ডিয়ার ব্যাটাররা। রোহিত, কোহলি, যশস্বী, রাহুল-রান পান নি কেউই। সর্বোচ্চ ২০ রান করেন ঋষভ পন্থ (Rishabh Pant)। মাত্র ৪৬ রানে অল-আউট হয় ভারত। ঘরের মাঠে টেস্ট ইতিহাসে সবচেয়ে কম রান করার নজির গড়লো আজ ভারত। পাঁচ ব্যাটার ফেরেন শূন্য রান করে। সদ্য বাংলাদেশকে হোয়াইটওয়াশ করা ‘মেন ইন ব্লু’র অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয় চমকে দিয়েছে সকলকে।

Read More: IPL 2025: পন্টিং-এর উত্তরসূরি খুঁজে নিলো দিল্লী ক্যাপিটালস, পন্থদের কোচ হচ্ছেন এই ভারতীয় প্রাক্তনী !!

ভারতের তোলা ৪৬-এর জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড (IND vs NZ) কিন্তু এগোচ্ছে সাবলীল গতিতেই। বুমরাহ-সিরাজদের বিরুদ্ধে রান তুলতে বিশেষ সমস্যায় পড়তে হয় নি কিউই ব্যাটারদের। টিম ইন্ডিয়ার স্বল্প রানের পুঁজিকে টপকে গিয়ে লিড ছিনিয়ে নিতে বিশেষ সমস্যার সম্মুখীন হতে হয় নি ব্ল্যাক ক্যাপসদের। আপাতত বড়সড় লিড নিয়ে ভারতকে আরও বেশী চাপের মুখে ফেলাই লক্ষ্য তাঁদের। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া রোহিত বাহিনীর সমস্যা আরও বেড়েছে ঋষভ পন্থ (Rishabh Pant) চোট পাওয়ায়। ২০২২-এর ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন ঋষভ পন্থ। হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচারের পর ক্রিকেটার জীবন থেকে একটা গোটা বছর হারাতে হয়েছে তাঁকে। মাসখানেক আগেই ফিরেছেন মাঠে। আজ বেঙ্গালুরুতে সেই হাঁটুতেই চোট পেলেন তিনি।

কিউই ইনিংসের ৩৭তম ওভারে বোলিং করছিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। শেষ ডেলিভারিটিতে ড্রাইভ মারতে চেয়েছিলেন ব্যাটার ডেভন কনওয়ে। পারেন নি তিনি। বদলে বল এসে আছড়ে পড়ে উইকেটরক্ষক পন্থের হাঁটুতে। প্যাড থাকলেও হাঁটুর অরক্ষিত জায়গায় এসে লাগে বলটি। ভারতীয় উইকেটরক্ষকের অভিব্যক্তিতেই স্পষ্ট হয়ে গিয়েছিলো যন্ত্রণার অনুভূতি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ফিজিও। বেশ খানিকক্ষণ মাঠের মধ্যেই পরিচর্যা চলে তাঁর। খেলা চালিয়ে যাওয়া যে দুষ্কর তা বুঝে মাঠ ছেড়ে উঠে আসেন ঋষভ (Rishabh Pant)। তাঁর পরিবর্তে দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়ান অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে থাকা ধ্রুব জুড়েল। পন্থের চোট ঠিক কতটা গুরুতর সে সম্পর্কে এখনও কোনো তথ্য মেলে নি। তিনি যদি মাঠে আর না নামতে পারেন তাহলে ভারতীয় দল যে ঘোর সমস্যায় পড়বে তা নিঃসন্দেহে বলা যায়।

দেখে নিন ঘটনার ভিডিও-

Also Read: IND vs NZ 1st Test: “সব হাওয়া বের করে দিলো…” ৪৬ রানে অল-আউট ভারত, লজ্জার নজির গড়ে সোশ্যাল মিডিয়ার রোষানলে রোহিতবাহিনী !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *