IND vs NZ: বৃষ্টিবিঘ্নিত চিন্নাস্বামী টেস্টে খানিক অপ্রত্যাশিত ভাবেই হার টিম ইন্ডিয়ার (Team India)। পঞ্চম দিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিলো মাত্র ১০৭ রান। টম ল্যাথাম ও ডেভন কনওয়েকে সাজঘরে পাঠিয়ে আশার আলো কিছু সময়ের জন্য জ্বালাতে সক্ষম হয়েছিলেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। কিন্তু অচিরেই নিভে যায় তা। উইল ইয়ং ও রচিন রবীন্দ্রের জুটিতে ভর করে জয়ের দিকে এগিয়ে যায় কিউইরা। ঘরের মাঠে টানা ছটি টেস্ট জেতার পর পরাজয়ের মুখ দেখতে হলো টিম ইন্ডিয়াকে। পক্ষান্তরে চিন্নাস্বামীতে জোড়া নজির গড়লো নিউজিল্যান্ড’ও। ৩৬ বছর পর ভারতের মাটিতে টেস্ট ম্যাচ জিতলো তারা। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ইতিহাসে প্রথমবার নিজেদের দেশের বাইরে কোনো টেস্টে এলো জয়। ব্যাটিং বিপর্যয়, দুরন্ত বোলিং, মরিয়া লড়াই-সবকিছু চোখে পড়লো এই টেস্টে।
Read More: IND vs NZ 1st Test: অধিনায়ক রোহিতের মারাত্মক ভুলেই বেঙ্গালুরু টেস্টে লজ্জার হার টিম ইন্ডিয়ার !!
বৃষ্টির কারণে প্রথম দিন বেঙ্গালুরুতে খেলাই হয় নি। পরবর্তী চার দিনে অবশ্য তৈরি হলো অজস্র দুর্দান্ত মুহূর্তের কোলাজ। তেমনই একটি ঘটনা নিয়ে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের তৃতীয় দিন তখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে ভারতীয় দল। ক্রিজে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আকাশ মেঘলা থাকলেও আপেক্ষিক আর্দ্রতার কারণে গরমে হাঁসফাঁস করছেন মাঠে উপস্থিত সকলেই। সেই উষ্ণতা থেকে খানিক রেহাই পেতেই অনেকে মনোনিবেশ করেছিলেন আইসক্রিমে। সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরায় ধরা পড়েন দর্শকদের মধ্যে বেশ কয়েকজন। একঝাঁক ক্রিকেটভক্তের মাঝে নজর কেড়ে নিয়েছিলেন লাল টি-শার্ট ও কালো জ্যাকেট পড়া এক টিম ইন্ডিয়া সমর্থক। টিভি ক্যামেরা দেখে তাঁকে দেখা যায় হাতের আইসক্রিমটি লুকিয়ে ফেলার চেষ্টা করতে।
তখন ম্যচে ধারাভাষ্য দিচ্ছিলেন দুই প্রাক্তনী রবি শাস্ত্রী (Ravi Shastri) ও সুনীল গাওস্কর (Sunil Gavaskar)। ঐ দর্শকের কাণ্ড দেখে মস্করায় মাতেন তাঁরা। তাঁর স্থূলতাকে খানিক কটাক্ষ করেই শাস্ত্রী ঐ দর্শক’কে ‘বিগ ইউনিট’, ‘বিগ ব্লোক’ ইত্যাদি শব্দবন্ধে ভূষিত করেন। “ওর পরিবারের কেউ হয়ত ওকে বলেছে আইসক্রিম না খেতে, সেই কারণেই ওটা লুকিয়ে ফেলছে” সংযোজন সুনীল গাওস্করের। ট্রেডমার্ক ব্যারিটোন কন্ঠে এরপর রবি শাস্ত্রী জানান, “ঐ তো ওটা বেরিয়ে এসেছে। তবে এখন আর আইসক্রিমটা নেই, কেবল তার কোন’টা পড়ে রয়েছে।” ম্যাচের মাঝে মজার ছলেই ঐ ভক্তের আইসিক্রিম খাওয়ার ধারাভাষ্য দিতে শোনা যায় দুই কিংবদন্তি প্রাক্তনী। এই ভিডিও’ও দ্রুত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মিশ্র প্রতিক্রিয়া এসেছে শাস্ত্রী-গাওস্করের কাজের। অনেকে এটাকে মজা হিসেবে নিয়েছে। কেউ কেউ ঐ ব্যক্তির স্থূলতাকে কটাক্ষ করার জন্য বিঁধেছেন শাস্ত্রীকে।
দেখে নিন ঘটনার ভিডিও-
He’s a big unit 🍦😭
Ravi Shastri got no chill 🔥🤣 pic.twitter.com/mOYPNopMpw
— Gurudath Shetty Karkala (@GurudathShettyK) October 19, 2024