IND vs NZ

IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরেছে টিম ইন্ডিয়া (IND vs NZ)। পুণেতে দ্বিতীয় টেস্টেও আপাতত ঘোর সমস্যায় ভারতীয় দল। গতকাল ২৫৯ রানে রুখে দেওয়া গিয়েছিলো কিউইদের। ৭ উইকেট নিয়ে নায়ক হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনের শেষে কেবল রোহিত শর্মা’র (Rohit Sharma) উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিলো ‘মেন ইন ব্লু।’ কিন্তু দ্বিতীয় দিনে্র শুরুতেই একের পর এক উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে তারা। শুরুটা হয়েছিলো শুভমান গিল’কে দিয়ে। এরপর বিরাট কোহলি, সরফরাজ খানরাও বিশেষ সুবিধা করতে পারেন নি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের বাইশ গজে। চিন্নাস্বামীতে ভারতীয় ব্যাটিং-কে ভেঙেছিলো কিউই পেস ত্রয়ী। আর পুণেতে ঘাতক হয়ে উঠতে দেখা গেলো স্পিনারদের। অতীতে বেশ কয়েকবার ভাঙনের মুখে বাঁধ হতে দেখা গিয়েছে ঋষভ পন্থ’কে (Rishabh Pant)। কিন্তু তিনিও পারলেন না আজ।

Read More: “খেলা ছেড়ে যাত্রা কর…” নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যার্থ বিরাট কোহলি, সমাজ মাধ্যমে হলেন ট্রোলের শিকার !!

ঋষভ পন্থ (Rishabh Pant) মানেই ধুন্ধুমার ক্রিকেট। টেস্ট, একদিনের ম্যাচ হোক বা টি-২০-দ্রুতগতিতে রান তোলাই তাঁর ইউএসপি। কখনও রিভার্স স্কুপ আবার কখনও এক হাতে স্পিনারকে ছক্কা মারা তাঁর কাছে জলভাত। পরিস্থিতি যাই হোক না কেন, নিজের আক্রমণাত্মক পন্থা থেকে সরে আসেন না পন্থ। আজ পুণের মাঠেও তেমনভাবেই খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ডেকে আনলেন বিপদ। ইনিংসের ৩১ তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে উইকেট খুইয়ে আসেন তিনি। গ্লেন ফিলিপসের (Glenn Phillips) বলে অহেতুক পুল মারতে যান। কিন্তু লেন্থ বুঝতে পারেন নি। তাঁর ব্যাটের নাগাল এড়িয়ে বল আছড়ে পড়ে অফ ও মিডল স্টাম্পে। ১৯ বলে ১৮ রান করেই থামতে হয় তাঁকে। দলকে বিপদে ফেলে মাঠ ছাড়েন ঋষভ। আউট হয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি নিজেও। মাঠ ছাড়ার আগে চিৎকার করতে শোনা যায় তাঁকে।

ঋষভের ঝোড়ো ইনিংসের ফ্যান সকলে। বাংলাদেশের বিপক্ষে তাঁর সাম্প্রতিক শতরান বা নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ) গত ম্যাচের ৯৯ রানের ইনিংস কুড়িয়েছে প্রশংসা। কিন্তু আজ চার উইকেট পড়ে যাওয়ার পর তাঁর আরও অনেকটা পরিণতিবোধ দেখানো উচিৎ ছিলো বলে মনে করছেন নেটজনতা। ‘রোজ একই ভঙ্গিতে খেললে চলে না’ লিখেছেন এক নেটিজেন। ‘পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং শিখতে হবে’ অনুযোগ আরও একজনের পোস্টে। ‘ধুমধাড়াক্কা টি-২০তে চলে, টেস্টে নয়। আরও শিখতে হবে’ ক্ষোভের সুর স্পষ্ট এক ভারতীয় সমর্থকের ট্যুইটার পোস্টে। ‘চার-ছক্কা দেখতে সকালের ভালো লাগে ঠিকই, কিন্তু সাথে রক্ষণটাও জানা প্রয়োজন’ কটাক্ষের তীরে কেউ কেউ বিদ্ধ করেছেন পন্থকে। ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ফেরার পর জাঁকিয়ে বসেন ফিলিপস-স্যান্টনাররা। লাঞ্চের আগেই বেকায়দায় টিম ইন্ডিয়া।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IND vs NZ 2nd Test: “গম্ভীরের এক চালে সবাই মাত…” ওয়াশিংটনের ঘূর্ণিতে কুপোকাত কিউইরা, প্রশংসার ঝড় নেটদুনিয়ায় !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *