IND vs NZ: শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে একদিনের সিরিজে পরপর হোয়াইটওয়াশ করেছিলো ভারত। ‘টিম ইন্ডিয়া’র ফর্ম নিয়ে আশার আলো দেখছিলেন সমর্থকেরা। কিন্তু সেই বুদ্বুদ ফাটতে বিশেষ সময় লাগলো না। রাঁচিতে প্রথম টি-২০ ম্যাচেই ২১ রানে হেরে বাস্তবের রুক্ষ জমিতে ফিরে আসতে হলো ‘মেন ইন ব্লু’কে। টসে জিতলেও ম্যাচ থেকে খালি হাতেই ফিরতে হলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দলকে। প্রথমে প্রতিপক্ষকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন ভারত অধিনায়ক। ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের দাপটে ১৭৬ রান তোলে কিউই দল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণের সামনে দিশাহারা লেগেছে ভারতীয় ব্যাটিং’কে। ঈশান কিষণ, শুভমান গিল (Shubman Gill) থেকে রাহুল ত্রিপাঠী, সকলেই স্পিনের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ওয়াশিংটন সুন্দর (Washington Sundar) লড়াই করলেও ১৫৫তে থেমে যায় ভারতীয় ইনিংস। স্পিন সহায়ক পিচ হলেও শুক্রবার ভারতীয় একাদশে জায়গা হয় নি যুজবেন্দ্র চাহালের (Yuzvednra Chahal)। হরিয়ানার লেগস্পিনারের রিজার্ভ বেঞ্চে ঠাঁই হওয়ার পিছনে অফ ফর্ম? কুলদীপ যাদবের (Kuldeep Yadav) কার্য্যকরী ক্রিকেট নাকি রয়েছে কোনো ব্যক্তিগত কারণ? ধারাভাষ্য চলাকালীন এই নিয়ে মন্তব্য করে জল্পনার আগুনে ঘি ঢেলেছেন মহম্মদ কাইফ (Mohammad Kaif)।
চাহালের বদলে কুলদীপে আস্থা রাখছে ভারত-

টি-২০ বিশ্বকাপে রবিচন্দ্রণ অশ্বিনের কাছে জায়গা হারানোর পর থেকেই ধার কমেছে যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) বোলিং-এ। ভারতের সফলতম টি-২০ বোলার হলেও শেষ কয়েকটি ম্যাচে উইকেট বিশেষ আসে নি তাঁর ঝুলিতে। বরং ম্যাচের গুরুত্বপূর্ণ সময় রান খরচ করে দল’কে চাপে ফেলেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজে প্রথম একদিনের ম্যাচে খেলেছিলেন। তারপর বাদ দেওয়া হয় তাঁকে। এরপর চারটি একদিনের ম্যাচে তাঁকে সাজঘরেই বসে কাটাতে হয়। শেষমেশ সুযোগ মেলে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচটিতে। ইন্দোরে একদম হতাশ করেন নি তিনি। তুলে নিয়েছিলেন দু’টি উইকেট। তা সত্ত্বেও প্রথম টি-২০ তে আবার বাইরেই থাকতে হলো হরিয়ানার লেগস্পিনারকে। ফর্ম হারানোর পাশাপাশি কুলদীপ যাদবের (Kuldeep Yadav) দুর্দান্ত প্রত্যাবর্তনকেও চাহালের বাইরে থাকার অন্যতম কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই চমৎকার ক্রিকেট খেলছেন বাঁ-হাতি ‘চায়নাম্যান’ বোলার। টেস্ট, একদিনের ম্যাচে সেরা ক্রিকেটারের পুরষ্কার পেয়েছেন। টি-২০তেও যে ছন্দে রয়েছেন তার প্রমাণ দিয়েছেন গতকাল। কনওয়ে (Devon Conway), মিচেলরা (Daryl Mitchell) যখন বাইশ গজে ঝড় তুলেছেন তখন ৪ ওভারে মাত্র ২০ রান খরচ করে ১ উইকেট তুলে নেন কুলদীপ (Kuldeep Yadav)। কুলদীপের পারফর্ম্যান্সের পর বলা যায় দলে জায়গা ফিরে পেতে আরও অপেক্ষা করতে হবে যুজবেন্দ্র চাহালকে (Yuzvendra Chahal)।
চাহাল’কে অপছন্দ পান্ডিয়ার, বলছেন কাইফ-

ফর্ম সমস্যা বা কুলদীপ যাদবের (Kuldeep Yadav) ছন্দে থাকা নয়, ভারতীয় দলে চাহালের (Yuzvendra Chahal) জায়গা হচ্ছে না হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) জন্য। এমনটাই জানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ (Mohammad Kaif)। রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়র ক্রিকেটারদের অবর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে দলের নেতৃত্বভার ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই তুলে দিয়েছে অলরাউন্ডার হার্দিকের হাতে। আর অধিনায়কের গুডবুকে না থাকার কারণেই নাকি দলে সুযোগ পাচ্ছেন না চাহাল। নিউজিল্যান্ড ইনিংসের নবম ওভার চলছিলো তখন। ব্যাট হাতে ছিলেন ডেভন কনওয়ে, বোলিং করছিলেন কুলদীপ (Kuldeep Yadav)। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা একফাঁকে দেখায় ডাগ-আউটে বসে থাকা চাহাল’কে (Yuzvendra Chahal)। তাঁকে পর্দায় দেখে কাইফ (Mohammad Kaif) ধারাভাষ্য দেওয়ার মাঝেই বলেন, “চাহাল অভিজ্ঞ বোলার হলেও আজ সুযোগ পান নি। বদলে জায়গা দেওয়া হয়েছে দারুণ ছন্দে থাকা কুলদীপ যাদবকে। চাহাল সাম্প্রতিককালে বিশেষ উইকেট পান নি। ভালো বোলার হলেও ধারাবাহিকতার সমস্যায় ভুগছেন তিনি, সেই জন্য এখন হার্দিক পান্ডিয়া তাঁকে বিশেষ পছন্দ করছেন না…” এরপর কুলদীপ যাদবের (Kuldeep Yadav) প্রশংসা শোনা যায় ভারতীয় প্রাক্তণীর গলায়। বলেন, “কুলদীপ যাদব সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন। মাঝের ওভারগুলোয় দলকে উইকেট এনে দেন তিনি।”
দেখে নিন ঘটনার ভিডিও-
— Rahil Sayed (@RahilSa79122772) January 27, 2023