IND vs NZ: “না খেলালে দলের সাথে রাখার কি দরকার?” আজও ব্রাত্যই রইলেন পৃথ্বী শ ! সমাজমাধ্যমের রোষানলে 'টিম ইন্ডিয়া' !! 1

IND vs NZ: একদিনের ক্রিকেটে ভারতের সামনে কার্যত খড়কুটোর মত উড়ে গিয়েছিলো নিউজিল্যান্ড। ৩-০ ফলে কিউইদের হোয়াইটওয়াশ করেছিলো ‘মেন ইন ব্লু।’ টি-২০ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ড’কে লড়াইতে রাখেন নি প্রায় কেউই। কিন্তু ক্ষুদ্রতম ফর্ম্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্ল্যাক ক্যাপস’রা। রাঁচিতে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ২১ রানে হারিয়ে দিয়েছিলেন ডেভন কনওয়ে, মিচেল স্যান্টনার’রা। নিউজিল্যান্ডের তোলা ১৭৬ রানের জবাবে ১৫৫ রানেই থেমে গিয়েছিলো ভারতের ইনিংস। জোর লড়াই হলো দ্বিতীয় ম্যাচেও। লক্ষ্ণৌ’র মাঠে ম্যাচের ভাগ্য অনেকটাই লিখে দিয়েছিলো পিচ। ঘূর্ণি উইকেটে মাত্র ৯৯ রানেই শেষ হয়ে গিয়েছিলো নিউজিল্যান্ডের ইনিংস। মাত্র ১০০ রানের লক্ষ্যমাত্রা পেরোতে ভারতকে অপেক্ষা করতে হয়েছিলো শেষ ওভার অব্দি। জিতে সিরিজে সমতা ফেরালেও বিস্তর ঘাম ঝরাতে হয়েছিলো ভারতকে। আজকের মাচের আগে সিরিজের ফলাফল ১-১। তৃতীয় এবং নির্ণায়ক টি-২০ ম্যাচ নিয়ে আগ্রহ তাই তুঙ্গে। গোটা ক্রিকেটবিশ্বের চোখ এখন আহমেদাবাদে। লক্ষাধিক দর্শকের সামনে টসে জিতে প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। গত দুই ম্যাচের মত আজকেও দলের বাইরেই থাকলেন প্রতিশ্রুতিবান ওপেনিং ব্যাটার পৃথ্বী শ (Prithvi Shaw)। আরও একবার সমাজমাধ্যমে পৃথ্বীর সাথে অবিচারের অভিযোগ উঠলো ভারতের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে।

আজকেও নেই পৃথ্বী,তোপের মুখে ঈশানের ফর্ম-

Prithvi Shaw | image: twitter
Prithvi Shaw is out of the Indian Xi for the 3rd T20 against New Zealand at Ahmedabad

আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আজ আরও একটা ‘মাস্ট উইন’ ম্যাচ ভারতের জন্য। সুতোয় ঝুলছে সিরিজের ভাগ্য। আজ জিততে না পারলেই ঘরেই মাঠে সিরিজ হারের লজ্জা জুটবে ‘টিম ইন্ডিয়া’র কপালে। নয়া বছরে শ্রীলঙ্কার বিপক্ষে জোড়া সিরিজ জয়ের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতেছে ভারতীয় দল। আজ কোনোরকম ভুলচুক হলেই থেমে যাবে সেই অশ্বমেধের ঘোড়া। কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে একটি মাত্র পরিবর্তন রয়েছে ভারতীয় একাদশে। লক্ষ্ণৌ’তে খেলেছিলেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। আহমেদাবাদে আরও একবার বাইরে যেতে হয়েছে তাঁকে। বদলে প্রত্যাবর্তন ঘটেছে উমরান মালিকের (Umran Malik)। স্পিনার বাতিল করে অতিরিক্ত পেসার খেলিয়ে রাঁচিতে ডুবেছিলো দল। আজ এই ফাটকা কাজে লাগে কিনা তা বলবে সময়। তবে সমাজমাধ্যম উত্তপ্ত হয়ে উঠেছে একাদশে পৃথ্বী শ-কে (Prithvi Shaw) না দেখে। প্রায় দুই বছর পর ভারতীয় স্কোয়াডে স্থান পেয়েছিলেন পৃথ্বী (Prithvi Shaw) । এর আগে মারে একটি আন্তর্জাতিক টি-২০ খেলার অভিজ্ঞতা ছিলো তাঁর। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা পৃথ্বীকে শেষ ম্যাচে অন্তত সুযোগ দেবে ভারত, মনে করা হয়েছিলো এমনটাই। বিশেষ করে কুড়ি-বিশের ক্রিকেটে শুভমান গিলের ধারাবাহিক ব্যর্থতার পর একটা সুযোগ প্রাপ্য ছিলো মুম্বইয়ের তরুণের। কিন্তু তৃতীয় ম্যাচেও তাঁকে ব্রাত্য করেই রাখলেন অধিনায়ক হার্দিক (Hardik Pandya)। খেলানোর ইচ্ছাই যদি না থাকে তবে স্কোয়াডে রাখার কি মানে? প্রশ্ন তুলেছেন নেটনাগরিকেরা। একই সাথে আতসকাঁচের তলায় ঈশান কিষণের ফর্ম’ও (Ishan Kishan)। শেষ ১৩টি টি-২০ ইনিংসে মাত্র ১৯৯ রান করেছেন তিনি। শ্রীলঙ্কা সিরিজের পর ব্যর্থ হয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষেও। আজকেই তাঁর কাছে শেষ সুযোগ বলে মনে করছেন নেটিজেনেরা। পৃথ্বী’কে (Prithvi Shaw)  জায়গা না দিয়ে শুভমান, ঈশানদের বয়ে বেড়ানোর জন্য সমাজমাধ্যমের রোষের শিকার হয়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়াও।

দেখে নিন ট্যুইটারচিত্র-

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *