IND vs NZ: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটিও ম্যাচ না খেলে দল থেকে বাদ পড়ছেন এই ক্রিকেটার !! 1

IND vs NZ: জমে উঠেছে ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। রাঁচিতে প্রথম ম্যাচে ‘ফেভারিট’ ভারতকে হারিয়ে অঘটন ঘটিয়েছিলো নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৭৬ রান তোলে নিউজিল্যান্ড দল। জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানের বেশী করতে পারে নি ‘টিম ইন্ডিয়া।’ ২১ রানে পরাজয় স্বীকার করে নিতে হয় হার্দিক পান্ডিয়াদের। দ্বিতীয় ম্যাচটিতেও লড়াই হলো জোরদার। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হত ভারতকে। লক্ষ্ণৌর ঘূর্ণি পিচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। ভারতীয় স্পিনারদের দাপটে ৯৯ রানে গুটিয়ে গিয়েছিলো নিউজিল্যান্ডের ইনিংস। ব্যাট করতে নেমে সমস্যায় পড়ে ভারতও। মন্থর পিচে স্পিনারদের সামলে শেষ অব্দি জয় এনে দেন সূর্যকুমার যাদব এবং হার্দিক পান্ডিয়া। মাত্র ১ বল বাকি থাকতে ম্যাচ জেতে ‘মেন ইন ব্লু।’ এই মুহূর্তে টি-২০ সিরিজে সমতা বজায় রয়েছে। তৃতীয় এবং নির্ণায়ক ম্যাচটি আগামী ১ ফেব্রুয়ারী আহমেদাবাদের নরেন্দ্র মোদী আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা হবে। এই ম্যাচ জিতে সিরিজ জিতে নিতে বদ্ধপরিকর ঈশান কিষণ, শুভমান গিল’রা। তবে মাঠে নামার আগেই শক্তিক্ষয় হয়েছে ভারতীয় দলের। জাতীয় শিবির ছেড়েছেন বাংলার পেসার মুকেশ কুমার।

জাতীয় শিবির ছাড়লেন মুকেশ কুমার-

Mukesh Kumar | image: twitter
Mukesh Kumar has left the Indian camp to take part in Bengal’s Ranji Trophy quarterfinal against Jharkhand

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দুর্দান্ত পারফর্ম্যান্স করছেন মুকেশ কুমার (Mukesh Kumar)। বিহারের গোপালগঞ্জে জন্ম হলেও বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেন তিনি। খেলেছেন ভারত-এ দলের হয়েও। নিউজিল্যান্ড-এ দলের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। প্রথম শ্রেণি’র ক্রিকেটে ৩৩ ম্যাচে ১২৩ উইকেট নিয়েছেন তিনি। ঘরোয়া টি-২০ তে ২৩ ম্যাচে রয়েছে ২৫ উইকেট। ধারাবাহিক ভালো পারফর্ম করায় প্রথমবারের জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সিনিয়র জাতীয় দলে ডাকা হয়েছিলো তাঁকে। তিন ম্যাচের একটিতেও সুযোগ দেওয়া হয় নি মুকেশ’কে। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও টি-২০ স্কোয়াডে জায়গা করে দেওয়া হলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ দেওয়া হয় নি তাঁকে। তৃতীয় ম্যাচে মাঠে নামার কোনো সম্ভাবনা ছিলো না মুকেশের। অপরদিকে রঞ্জি ট্রফির মহ গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে আজকে ইডেন গার্ডেন্সে ঝাড়খণ্ডের মুখোমুখি হতে চলেছে বাংলা দল। ভারতীয় দলের ডাগ-আউটে বসে না থেকে বাংলার জার্সিতে বল হাতে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন মুকেশ। টিম ম্যানেজমেন্টের কাছে তাই অনুরোধ করেন তাঁকে যেন অব্যাহতি দেওয়া হয়। মুকেশের অনুরোধ রেখেছে ভারতীয় দল। তাই আহমেদাবাদ ম্যাচে ‘টিম ইন্ডিয়া’র সাথে দেখা যাবে না মুকেশ’কে (Mukesh Kumar)। পরিবর্তে আজ অর্থাৎ ৩১ জানুয়ারী থেকে শুরু হওয়া রঞ্জি কোয়ার্টারফাইনালে বল হাতে বাইশ গজে ঝড় তুলতে দেখা যাবে তাঁকে।

কেমন চলছে মুকেশের রঞ্জি প্রত্যাবর্তন?

Bengal vs Jharkahand | image: Twitter

শ্রীলঙ্কা সিরিজ থেকে ফিরে রঞ্জিতে দুরন্ত পারফর্ম্যান্স করেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar)। বরোদার বিরুদ্ধে বাংলার বড় জয় পাওয়ার পিছনে তাঁর বোলিং-এর যথেষ্ট অবদান ছিলো। নিউজিল্যান্ড সিরিজ থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরে তেমনই এক পারফর্ম্যান্স দেবেন মুকেশ, এমনটাই আশা রাখছেন সকলে। ইডেন গার্ডেন্সে বাংলা বনাম ঝাড়খণ্ড রঞ্জি ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলা অধিনায়ক মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। সকালে শুরুটা ভালোই করেছে বাংলা দল। মাত্র ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় ঝাড়খণ্ড। কুমার দেবব্রত’কে ফিরিয়ে দিয়েছিলেন আকাশদীপ (Akash Deep)। ফিরে গিয়েছে আর্য্যমান সেন, অনুকূল রায়, বিরাট সিং’ও। প্রতিবেদন লেখার সময় অব্দি মাত্র ৭৮ রান স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ঝাড়খণ্ড। হারিয়েছে ৫ টি উইকেট। এখনও বাংলার হয়ে সফলতম বোলার আকাশদীপ। তিনি ৩ উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন আকাশ ঘটক। আন্তর্জাতিক মঞ্চ থেকে ঘরোয়া ক্রিকেটের পরিসরে ফিরে সফল মুকেশ কুমারও। তিনি ১ উইকেট পেয়েছেন।

Read More: IND vs NZ: টিম ইন্ডিয়ায় শুরু হয়েছে “গুজরাটি রাজনীতি”, এই খেলোয়াড়কে বলির পাঁঠা করছেন দ্রাবিড়-হার্দিক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *