IND vs NZ: একদিনের সিরিজে দুর্দান্ত জয় তুলে নেওয়ার পর আজ টি-২০’র ময়দানে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে ভারতীয় দল। গত বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের মাটিতে তাদের কুড়ি-বিশের ক্রিকেটে হারিয়ে এসেছিলো ‘মেন ইন ব্লু।’ আজ সেই সাফল্যের ধারা অক্ষুণ্ণ রাখার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন শিভম মাভি, উমরান মালিকরা শ্রীলঙ্কার মত নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কুড়ি-বিশের ক্রিকেটে রোহিত শর্মা-বিরাট কোহলিদের মত সিনিয়দের পাচ্ছে না ভারত। পরিবর্তে একঝাঁক তরুণ ক্রিকেটারদের সাথে নিয়ে মাঠে নেমেছেন অস্থায়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ডের পর দেশের মাঠেও এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়েছিলেন ভারতের নবীন ক্রিকেটাররা। কিউইদের হারাতেও সেই তারুণ্যের স্পর্ধাতেই আস্থা রাখছে ভারতীয় দল। উইকেটের পিছনে অসামান্য ক্ষিপ্রতা দেখিয়ে দল’কে সাফল্য এনে দিলেন ঈশান কিষণ। রান-আউট করলেন মাইকেল ব্রেসওয়েলকে।
ধোনি’কে মনে করালেন ঈশান –

উইকেটের পিছনে বিদ্যুতের বেগে স্টাম্পিং হোক বা ঝাঁপিয়ে পড়ে নেওয়া ক্যাচ, বহু ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দস্তানা। আজ সেই স্মৃতিই ফিরিয়ে আনলেন ঈশান কিষণ (Ishan Kishan)। বরাবরই ধোনিকে নিজের আইডল মানেন ঈশান। বহু সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সেই কথা। উইকেটের পিছন থেকে মাইকেল ব্রেসওয়েলকে দুর্দান্ত থ্রো’তে রান-আউট করে ঈশান মনে করালেন ধোনিকে। নিউজিল্যান্ড ইনিংসের ১৮তম ওভার চলছিলো তখন। বল করছিলেন অর্শদীপ সিং। ব্যাট হাতে ছিলেন ড্যারিল মিচেল। অর্শদীপের (Arshdeep Singh) বল মিচেলের পা ছুঁয়ে পৌঁছায় ঈশান কিষণের গ্লাভসে। চটজলদি এক রান নেওয়ার লক্ষ্যে দৌড়ান মিচেল (Daryll Mitchell)। এরকমটা যে হতে পারে, তা আগেই আন্দাজ করেছিলেন ঈশান (Ishan Kishan)। দ্রুত হাতের গ্লাভস খুলে উইকেটের দিকে বল ছোঁড়েন তিনি। দুরন্ত থ্রো’তে যখন উইকেট ছিটকে যায় তখনও ক্রিজ থেকে অনেকটা দূরে ব্রেসওয়েল। হায়দ্রাবাদে একদিনের ম্যাচে ব্রেসওয়েল (Micheal Bracewell) দেখিয়েছেন উইকেটে জমে গেলে কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। আজ গোড়াতেই তাঁকে ফিরিয়ে দিলো ঈশানের থ্রো। আজকের ম্যাচ দেখতে রাঁচির গ্যালারিতে উপস্থিত রয়েছেন ধোনি। তাঁর সামনেই এই অসামান্য রান আউট’টি করে দেখালেন তরুণ উইকেটরক্ষক।
দেখে নিন ভিডিও-
— Jalaluddin Sarkar (Thackeray) 🇮🇳 (@JalaluddinSark8) January 27, 2023