IND vs NZ: নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে অসামান্য জয় ছিনিয়ে নেওয়ার পর আজ আরও একবার তাদের মুখোমুখি ভারতীয় দল। লড়াইয়ের মঞ্চ এবার টি-২০। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটেও কিউইদের ওপর আধিপত্য বজায় রাখতে বদ্ধপরিকর ‘টিম ইন্ডিয়া।’ কুড়ি-বিশের ক্রিকেট থেকে আরও একবার অব্যাহতি নিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিদের মত সিনিয়ররা। ব্যক্তিগত কারণে ভারতীয় দলে নেই কে এল রাহুল,অক্ষর প্যাটেলও। হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে ‘ব্ল্যাক ক্যাপস’দের হারাতে মাঠে নামতে চলেছেন ভারতের তরুণ ব্রিগেড। অন্যদিকে কেন উইলিয়ামসন (Kane Williamson), টিম সাউদীর (Tim Southee) অনুপস্থিতিতে কিউই দলের নেতার দায়িত্ব রয়েছে মিচেল স্যান্টনারের (Mitchell Santner) কাঁধে। একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আত্মসন্মানে যে আঘাত লেগেছে নিউজিল্যান্ডের, সেই ক্ষত সারাতে কুড়ি-বিশের ক্রিকেটে ঘুরে দাঁড়াতে মরিয়া তারাও। সবমিলিয়ে হাড্ডাহাড্ডি ক্রিকেটের সবরকম মাল-মশলা মজুত রয়েছে এই খেলায়। টসে জিতে প্রথমে বোলিং করেছে ভারত। কিউইদের ছুঁড়ে দেওয়া ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে ‘টিম ইন্ডিয়া।’ ব্রেসওয়েলের বলে উইকেট হারিয়ে ফিরলেন ঈশান কিষণ।
ব্রেসওয়েলের ‘বদলা’য় উইকেট হারালেন ঈশান কিষণ-
নিউজিল্যান্ড ইনিংসে মাইকেল ব্রেসওয়েল’কে সাজঘরে ফিরিয়েছিলো উইকেটের পিছন থেকে ঈশান কিষণের (Ishan Kishan) একটা দুর্দান্ত থ্রো। বদলা নিতে বেশী সময় নিলেন না নিউজিল্যান্ডের অলরাউন্ডার। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটা দীর্ঘ ওপেনিং পার্টনারশিপ দরকার ছিলো ভারতের। কিন্তু গোড়াতেই ঈশান উইকেট হারানোয় সেই আশা আর পূর্ণ হলো না ভারতীয় সমর্থকদের। ঝাড়খণ্ডের হয়েই ঘরোয়া ক্রিকেট খেলেন ঈশান। সেই হিসেবে রাঁচি তাঁর ঘরের মাঠ। ‘ঘরের ছেলের’ বড় ইনিংস দেখার আশায় মাঠ ভরিয়েছিলেন অনেকে। এর আগে এই মাঠে আন্তর্জাতিক টি-২০ তে ৯৩ রানের একটি চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু আজ ইতিহাসের পুনরাবৃত্তি দেখা গেলো না। ৫ বলে ৪ রান করেই ফিরতে হলো তাঁকে। ব্রেসওয়েলের (Micheal Bracewell) বলের টার্ন বুঝতেই পারেন নি ঈশান। ব্যাটের নাগাল এড়িয়ে বল গিয়ে আঘাত করে উইকেটে। ক্লিন বোল্ড হয়ে সাজঘরের রাস্তা ধরলেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার।
দেখে নিন ঈশানের উইকেটটি-
— pratyay dey (@DeyPratyay) January 27, 2023