IND vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে (IND vs NZ) বেকায়দায় টিম ইন্ডিয়া। চিন্নাস্বামীতে প্রথম ম্যাচে হারতে হয়েছিলো ৮ উইকেটে। এরপর পুণেতেও জোটে নি সাফল্য। ১১৩ রানের বিশাল ব্যবধানে হাতছাড়া হয়েছে ম্যাচ। ২-০ ফলে ইতিমধ্যেই সিরিজ হেরে বসেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষবার ঘরের মাঠে টেস্ট সিরিজ খোয়ানোর লজ্জার সম্মুখীন হয়েছিলো ভারত (Team India)। এরপর ১২ বছরের সোনালী সময়ে যবনিকা পড়লো নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে। ওয়াংখেড়েতে আগামী শুক্রবার থেকে শেষ ম্যাচটিতে মাঠে নামছে মেন ইন ব্লু। আসন্ন অস্ট্রেলিয়া সফরের (IND vs AUS) আগে এটাই ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ দলের কাছে। সাফল্যের সন্ধানে মরিয়া কোচ গম্ভীর (Gautam Gambhir) কিউইদের বিপক্ষে কোনো ‘মাস্টারস্ট্রোক’ দিতে আদৌ পারেন কিনা, নজর থাকবে সেদিকেই।
Read More: IPL 2025: প্রথম প্লেয়ার হিসাবে মুম্বই দল থেকে বাদ ঈশান কিষান, রিটেনশন তালিকা প্রকাশ পেতেই চাঞ্চল্য !!
মূল স্কোয়াডে জায়গা হচ্ছে না হর্ষিতের-
টিম ইন্ডিয়ার রেডারে রয়েছেন হর্ষিত রাণা (Harshit Rana)। আইপিএলে ১৯ উইকেট নেওয়ার পর প্রথমবার জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছিলেন জিম্বাবুয়ে সফরে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ও টি-২০ স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু মেলে নি মাঠে নামার সুযোগ। হায়দ্রাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ অভিষেকের কথা ছিলো তাঁর। আচমকা অসুস্থ হয়ে পড়ায় আর গায়ে চাপানো হয় নি নীল জার্সি। এরপর মায়াঙ্ক যাদব, নীতিশ কুমার রেড্ডি, প্রসিদ্ধ কৃষ্ণাদের সাথে নিউজিল্যান্ড সিরিজে (IND vs NZ) ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। প্রথম দুই ম্যাচে ভারতের হারের পর আচমকাই খবর রটেছিলো যে মুম্বই টেস্টের মূল স্কোয়াডে ‘ওয়াইল্ড কার্ড এন্ট্রি’ পাচ্ছেন হর্ষিত। মুম্বইয়ের মাঠে ডান হাতি পেসারের অভিষেকের অপেক্ষা করছিলেন অনেকেই। কিন্তু বেলা গড়াতেই সামনে এলো সত্যিটা। খবর মিলেছে যে এখনই তাঁকে মাঠে নামানোর পরিকল্পনা নেই বিসিসিআই-এর।
মূল স্কোয়াডে হর্ষিত রাণা’র অন্তর্ভুক্তি প্রসঙ্গে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া’কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “নির্বাচকেরা নিজেদের মধ্যে বৈঠক করে ওয়াশিংটন সুন্দরকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে জায়গা করে দিয়েছিলেন। তেমন কোনো বৈঠক (হর্ষিত) রাণার জন্য হয় নি। বুমরাহ’র সাথে আকাশ দীপ ও মহম্মদ সিরাজের মধ্যে কোনো একজন খেলবেন। সাথে তিনজন স্পিনার সুযোগ পেতে পারেন একাদশে। রাণা’কে রিজার্ভ বোলার হিসেবে নির্বাচন করা হয়েছিলো। ওর পরবর্তী রঞ্জি ম্যাচ শুরু হচ্ছে ৬ নভেম্বর। তার আগে আরও দুই দিন ও ভারতীয় দলের নেটে বোলিং করতে পারে দিল্লী দলের সাথে যোগ দেওয়ার আগে। এখনই ওকে মূল দলে জায়গা দেওয়ার সম্ভাবনা নেই।” রঞ্জি খেলতে সরাসরি চণ্ডীগড় উড়ে যেতে পারেন হর্ষিত।
অস্ট্রেলিয়া সফরে রয়েছেন হর্ষিত-
নিউজিল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবেই থাকতে হচ্ছে হর্ষিত রাণা’কে (Harshit Rana)। তবে দিল্লীর ২১ বর্ষীয় পেসার খুব শীঘ্রই গায়ে চাপাতে পারেন টেস্ট দলের জার্সি। আগামী মাস থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হচ্ছে, সেখানে মূল স্কোয়াডেই রাখা হয়েছে তাঁকে। বোলিং-এর পাশাপাশি হর্ষিতের ব্যাটিং দক্ষতার কথা মাথায় রেখে তাঁকে প্রথম একাদশে সুযোগ দেওয়া হতে পারে বলে মত ক্রিকেটদুনিয়ার অনেকেরই। প্রথমবার টেস্ট স্কোয়াডে ডাক পেয়ে উচ্ছ্বসিত তরুণ তুর্কি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “আমি প্রতিযোগিতা ভালোবাসি। সেই মানসিকতা নিয়েই খেলতে চাই। অস্ট্রেলিয়ার ক্রিকেট দর্শন’ও অনেকটা একই রকম। আমার বাবা চেয়েছিলেন যে আমি লর্ডসের মাঠে ভারতের হয়ে একটি টেস্ট খেলি। কিন্তু আমার অস্ট্রেলিয়াকেই বেশী পছন্দ। ভারতীয় টেস্ট স্কোয়াডের অংশ হতে পেরে আমি গর্বিত।”